রিয়ালের বড় জয়ে অস্বস্তি বেনজেমার চোট
স্কোরলাইন বলবে ম্যাচ বুঝি হয়েছে একচেটিয়া। কিন্তু আদতে শুরুর আধঘণ্টা দাপট দেখিয়েছিল সেল্টিকই। যদিও চাপ আর বহাল রাখতে পারেনি। অভিজ্ঞতা আর দক্ষতার মুন্সিয়ানায় শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ পেয়েছে বড় জয়। তবে জিতলেও দলের সেরা তারকা করিম বেনজেমার চোট কার্লো আনচেলেত্তির দলকে দিচ্ছে অস্বস্তি।
গ্লাসগোতে সেল্টিকের মাঠে গিয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'এফ' গ্রুপের ম্যাচ রিয়াল জিতেছে ৩-০ গোলে। দলের হয়ে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। বাকি দুই গোল এসেছে লুকা মদ্রিচ ও অ্যাডেন হ্যাজার্ডের পা থেকে।
খেলায়র প্রথম অর্ধেই হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয় বেনজেমাকে। শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলে রিয়ালকে চেপে ধরলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সেল্টিক।
প্রথম মিনিটেই আসে সুযোগ। কিন্তু লিয়েল আবাদার শট বাইরে চলে যায়। ১৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও এই ফরোয়ার্ড মারেন দুর্বল শট। সেল্টিকের আক্রমণের ধারের মাঝে ধাক্কা খায় রিয়াল। ৩০ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান বেনজেমা। তার বদলে নামেন হ্যাজার্ড।
বিরতির আগে আর গোল পাওয়া হয়নি রিয়ালের। বিরতি থেকে ফিরে অন্য অ্যাপ্রোচে দেখা যায় তাদের। ৫৬ মিনিটে ভালভেরদে পাস বাড়ান বক্সে। ছুটে গিয়ে ডান পায়ের শটে গোল করে ফেলেন ভিনিসিউস।
চার মিনিট পরই আরেক গোল। এবার হ্যাজার্ডের পাস থেকে বল পেয়ে একজনকে কাটিয়ে গোল করেন মদ্রিচ। ৭৬ মিনিটে টনি ক্রসের রস থেকে বল পেয়ে বক্সে বাড়ান কারভাহাল। সেখান থেকে বল নিয়ে জালে জড়িয়ে দেন হ্যাজার্ড।
এই গ্রুপের অন্য ম্যাচে লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে চেলসি। নিজেদের মাঠে দিনামো জাগরেভের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।
Comments