এবার বুলবুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সুজন 

aminul islam bulbul & khaled mahmud

১৯৯৯ সালে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের শুরুর সময়ের সাফল্যের এই দুই নায়ক এবার জড়ালেন কথার লড়াইয়ে। বাংলাদেশ দলে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনের ভূমিকা নিয়ে এশিয়া কাপ চলাকালীন প্রশ্ন তুলেছিলেন বুলবুল। এবার সুজন তীব্র ভাষায় তার সাবেক সতীর্থের যোগ্যতা নিয়েই তুলেছেন প্রশ্ন। 

আইসিসির ডেভোলাপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসে নাম উঠানো বুলবুল। এশিয়া কাপে বাংলাদেশের ভরাডুবির পর দুবাইতে কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, 'দলে খালেদ মাহমুদ সুজনের ভূমিকা আসলে কি? কেন তাকে টিম ডিরেক্টর করে রাখা হয়েছে?' 

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন সেরে গণমাধ্যমে হাজির হয়ে এই বিষয়ে উত্তপ্ত মন্তব্য করেন সুজন, 'আমার যোগ্যতা আমি বিসিবিতে আছি, আমি তো নির্বাচিত পরিচালক। ওখান থেকে আমাদের টিম ডিরেক্টর করা হয়েছে। বোর্ডের প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কেনো আমাকে দায়িত্ব দিয়েছেন বলতে পারব না। এটা তো আমি চেয়ে নেইনি। আমি তো বাচ্চা না। আমি তো কানবো না যে এটা লাগবে।' 

'উনার (বুলবুলের) কি যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার, সেটাই আমি জানি না আসলে। উনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। বাংলাদেশে সত্যি বলতে, আমি যখন খেলা ছাড়ি আমি ক্রিকেটের সঙ্গেই আছি। ন্যুনতম একটা বেতনে সাড়ে ৪ বছর বিসিবিতে কাজ করেছি।' 

সুজন জানান তিনি নিজেই বুলবুলকে বাংলাদেশে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোন সাড়া পাননি,  'আপনাদের মাধ্যমেই সবসময় শুনি, উনি বাংলাদেশে কাজ করতে চান। আমার তো এগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞতা। আমি নিজেই  উনাকে অফার দিয়েছি বাংলাদেশে কাজ করতে। উনি কোনোদিনই আমাকে জানাননি যে কাজ করতে চান। উনি প্রতিবারই এরকম হাইপ তোলেন। কিন্তু আমাকে বলেন, উনি কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন আসলে। উনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে একবারই কাজ করেছেন, যেবার আবাহনীর সঙ্গে কাজ করেছেন। এছাড়া উনি চীন, ব্যাংকক, ফিলিপাইন... ওখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেছেন। ওখানে আন্তর্জাতিক ক্রিকেট কোথায় পেলেন? সুতরাং ওনার যোগ্যতাটা কোথায়? আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ করেছি। বাংলাদেশের হেড কোচও ছিলাম।' 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী বোর্ড পরিচালক, এক সঙ্গে অনেকগুলো পদে থাকা সুজন তার এক সময়ের সতীর্থ বুলবুলকে পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহবানও জানান,  'থাক আমি আর কিছু নিয়ে বলতে চাই না। একটা মানুষকে নিয়ে যখন বলবো, তখন নিজের যোগ্যতা নিয়েও চিন্তা করা উচিত যে আমি কতটুকু পারি না পারি। কে ভালো কে খারাপ এটা জাস্টিফাই করার রাইট তার যেমন নাই, আমারও নাই। তাই এটা নিয়ে আমি বলতেও চাই না। উনি বড়, উনাকে সেই শ্রদ্ধাটা আমি সবসময় করি, করবো। কিন্তু উনি যেভাবে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে, উনি আসুক, আমাদের সঙ্গে বসুক... বাংলাদেশ দলকে বদলানোর কোনো পরিকল্পনা থাকলে আমাদেরকে দিক, আমরাও যেনো তেমন পরিকল্পনা করতে পারি।' 

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

3h ago