মাহমুদউল্লাহকে মাঠ থেকে ‘অবসরের সম্মান’ দিতে চায় বিসিবি

টি-টোয়েন্টি থেকে মুশফিকুর রহিম অবসর ঘোষণার পর বাজে ছন্দে থাকা মাহমুদউল্লাহ আছেন আলোচনায়। তিনিও এমন কোন সিদ্ধান্ত নিবেন কিনা এই প্রশ্ন উঠছে। 
Mahmudullah
ব্যাটিং শেষে মাহমুদউল্লাহ ছবি: ফিরোজ আহমেদ/স্টার

টি-টোয়েন্টি থেকে মুশফিকুর রহিম অবসর ঘোষণার পর বাজে ছন্দে থাকা মাহমুদউল্লাহ আছেন আলোচনায়। তিনিও এমন কোন সিদ্ধান্ত নিবেন কিনা এই প্রশ্ন উঠছে।  বিসিবি তাকে বিশ্বকাপ দলে রাখবে কিনা তা নিয়েও চলছে দোলাচল। আপাতত এসব প্রশ্নের উত্তর না দিলেও বোর্ড প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, মাহমুদউল্লাহকে তারা মাঠ থেকে অবসরের সম্মান দিতে চান।

টি-টোয়েন্টিতে চরম বাজে সময় পার করা মাহমুদউল্লাহর বিশ্বকাপ দলে জায়গা প্রশ্নের মুখে। যদিও মিরপুরে সোমবার টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের ম্যাচ পরিস্থিতির অনুশীলনে তাকে ব্যাট করতে দেখা যায়। সূত্রের খবর, এশিয়া কাপের পারফরম্যান্স দেখে মাহমুদউল্লাহর ব্যাপারে নেতিবাচক ধারণা শ্রীরামের। একদিনের ম্যাচ পরিস্থিতির অনুশীলনে সেই ধারনা বদলানোর সম্ভাবনা কম।

১৫ সেপ্টেম্বর ডেডলাইন থাকায় বুধবারই বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিবি। হয়ত মাহমুদউল্লাহর ব্যাপারে সিদ্ধান্ত হয়েই গেছে। মঙ্গলবার টিম ম্যানেজমেন্টের সঙ্গে সভা শেষে বেরিয়ে নাজমুল জানান মাহমুদউল্লাহকে মাঠ থেকে বিদায় জানাতে আগ্রহী তারা,  'যদি ও (মাহমদুউল্লাহ) করতে চায় (অবসর)। বা ওকে যদি আমরা স্কোয়াডে জায়গা দিতে না পারি তাহলে ওকে তো এটা সুযোগ দেওয়া উচিত (মাঠ থেকে অবসরের)। এইটুকু সম্মান ওকে করা উচিত। যেহেতু অনেক ম্যাচ জিতিয়েছে আমাদের। মাহমুদউল্লাহর অবদান খাটো করার সুযোগ নেই। মুশফিকও অবসর নিয়েছে আমাদের খারাপ লাগে। হয়েছে কারণে একেক সংস্করণে একেকজন হয় না (জায়গা)। দলে সমন্বয়ের কারণে। সেটা আলাদা বিষয়। ফিউচার চিন্তা করলে হয়ত ভাবে যে পরের বিশ্বকাপে অনেককে পাব না। আমি মনে করি খেলোয়াড়রা নিজেরা নিজেরা ঘোষণা না দিয়ে আমাদের সুযোগ দেয় তাহলে আমরা সেই সম্মান দিব।'

সেক্ষেত্রে বিশ্বকাপ দলে না থাকলেও মাহমুদউল্লাহকে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচে বিদায়ের সুযোগ দেওয়া হতে পারে।

বোর্ড সভাপতি অবশ্য বারবার করেই বললেন, স্কোয়াডের ব্যাপারে তার কোন ধারণাই এখন পর্যন্ত নেই,  'এটা আমার জন্য বলা মুশকিল। কে থাকবে, কে থাকবে না এটা আমি বলতে পারছি না। তালিকাটা না দিলে বলতে পারব না কে আছে, কে নাই। কোচ আছে, অধিনায়ক আছে , নির্বাচকরা আছে তারা ঠিক করবে। আমার কোন ধারণাই নাই। '

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বড় প্রত্যাশা নিয়ে যাবে না বাংলাদেশ দল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল তৈরির ভাবনা বিসিবির। ৩৭ পেরুনো মাহমুদউল্লাহর সেই পরিকল্পনায় থাকা অবশ্য কঠিন,  'এখানে ইস্যুটা মাহমুদউল্লাহকে নিয়ে না। টি-টোয়েন্টি খেলাটা একদম ভিন্ন। আমরা আসলে অন্য দেশের মত বুঝে উঠতে পারছি না। কাজেই আমরা একটা বদল আনার চেষ্টা করছি।আমরা এখন যা করছি এই বিশ্বকাপের জন্য না। আপনাকে পরের বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে। আমাদের মাথায় পরের বিশ্বকাপ। রাতারাতি সব বদল করা যায় না। দীর্ঘ মেয়াদে এখন চিন্তা করছি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঠিক করছি। ওটা যদি খারাপও হয় হতাশ হবো না। ৬-৮ মাস বা এক বছরের মধ্যে দল দাঁড়িয়ে যায় সেটা চাচ্ছি আমরা।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago