টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

ইনজুরি ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে বদল আনা যাবে

কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে টুর্নামেন্ট-চলাকালীন আবেদনের ভিত্তিতে বদল আনা স্বাভাবিক নিয়ম। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর ইনজুরি ছাড়াও নির্দিষ্ট সময় পর্যন্ত বদল আনার সুযোগ থাকছে
t20 wolrd cup logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর কেবল এক মাস। ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য ১৫ সেপ্টেম্বরই শেষ তারিখ। ইতোমধ্যে বাংলাদেশসহ বেশ কয়েকটি দল তাদের স্কোয়াড জানিয়ে দিয়েছে। বাকিরাও আজই দল দেওয়ার কথা। তবে চূড়ান্ত স্কোয়াড দিলেও এতে বদল আনার ব্যবস্থা থাকছে।

কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে টুর্নামেন্ট-চলাকালীন আবেদনের ভিত্তিতে বদল আনা স্বাভাবিক নিয়ম। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর ইনজুরি ছাড়াও নির্দিষ্ট সময় পর্যন্ত বদল আনার সুযোগ থাকছে। দ্য ডেইলি স্টারকে তা নিশ্চিত করেছেন আইসিসির মিডিয়া ম্যানেজার রাজশেখর রাও। তিনি জানান, 'কোন বিশেষ কারণ ছাড়াই টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ এক পর্যন্ত স্কোয়াডে বদল আনা যাবে।'

অর্থাৎ ঘোষিত স্কোয়াডে ইনজুরি ছাড়াও কোন খেলোয়াড় বদলাতে হলে ৯ অক্টোবর পর্যন্ত কোন বাধা নেই দলগুলোর।  

১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড। সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২২ অক্টোবর থেকে। তবে কোয়ালিফাইং রাউন্ড যেহেতু বিশ্বকাপেরই অংশ। বিশ্বকাপ শুরুর তারিখ তাই ১৬ অক্টোবরই।

বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নামবে ২৪ অক্টোবর। কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে 'এ' গ্রুপের রানার্স আপের সঙ্গে খেলবেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ চাইলে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পরও স্কোয়াডে বদল আনতে পারবে।

এরকম নিয়ম ছিল সংযুক্ত আরব আমিরাতে হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কয়েকটি দল সেই সুযোগ গ্রহণও করেছিল। এবার টুর্নামেন্ট শুরুর সাতদিন আগে কোন দল স্কোয়াডে বদল আনে কিনা দেখার বিষয়।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

9h ago