মালয়েশিয়ায় ২ সন্তানকে ধর্ষণ মামলায় বাবার ৪২৮ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ায় মালাকা প্রদেশে দুই সন্তানকে ধর্ষণ ও স্ত্রীকে হুমকির ঘটনায় ৫৬ বছর বয়সী এক জনকে ৪২৮ বছরের কারাদণ্ড এবং ২৪০ টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দায়রা আদালতের বিচারক নরিমান বদরুদ্দিন ২০১৫ সাল থেকে ১৫ এবং ১৯ বছর বয়সী দুই মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়নের ২৮টি অভিযোগে দোষী সাব্যস্তের পর এই সাজা ঘোষণা করেন।
অপর একটি আদালত, অভিযুক্তকে তার ৪৭ বছর বয়সী স্ত্রীকে ভয় দেখানোর অপরাধে ফৌজদারি দণ্ডবিধির ৫০৬ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উভয় আদালতের শাস্তির মেয়াদ একইসাথে চালানোর আদেশ দেওয়া হয়েছে, যার অর্থ অভিযুক্তকে মোট ৪৫ বছর কারাগারে থাকতে হবে এবং সর্বোচ্চ ২৪টি বেত্রাঘাত করা হবে।
মামলার আসামি মালাকার একটি বিনিয়োগ কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার দুই স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।
মামলার বিবরণে বলা হয়, আসামি ৫ সেপ্টেম্বর তামান থামবি চিকের নিজ বাড়িতে তার ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের সময় তার দ্বিতীয় স্ত্রীর কাছে ধরা পড়ে।
পরে দ্বিতীয় স্ত্রী থানায় মামলা করেন। পরে জানা গেছে, তার স্বামী দুই মেয়েকে ১২ বছর বয়স থেকে ধর্ষণ করেছেন।
আহমাদুল কবির: মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক
Comments