নেশন্স লিগের ম্যাচে রক্তাক্ত রোনালদো
উয়েফা নেশনন্স লিগের ম্যাচে আগের দিন বড় জয় পেয়েছে পর্তুগাল। তবে এ ম্যাচে বড় আঘাত পেয়েছেন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। গোলরক্ষকের হাতে লেগে নাক ফেটে রক্ত ঝরে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকার।
শনিবার দিবাগত রাতে নেশন্স লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ম্যাচে অবশ্য গোল পাননি রোনালদো। তবে শেষ গোলটির যোগানদাতা তিনিই। জোড়া গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার দিয়াগো দালোত। গোল পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ ও দিয়াগো জোটাও।
এদিন ম্যাচের ১৪তম আঘাত পান রোনালদো। শূন্যে থাকা বলে হেড দিতে লাফ দিয়েছিলেন এ পর্তুগিজ। চেক গোলরক্ষক টমাস ভাসলিকও লাফিয়ে ওঠেন বল ধরতে। তার হাতের পাঞ্চ লেগে নাক ফেটে যায় তার। পেনাল্টির আবেদন করেছিলেন রোনালদো। তবে অফসাইডে থাকায় মিলেনি। প্রাথমিক শুশ্রূষা শেষে পুরো ম্যাচই খেলেছেন তিনি।
ম্যাচের ৩৩ মিনিটে দালোতের গোলে এগিয়ে যায় তারা। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো। বিরতির সাত মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন দালোত। ৮২তম মিনিটে ব্যবধান ৪-০ করে পর্তুগাল। কর্নার থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর উড়িয়ে মারা বল থেকে লক্ষ্যভেদ করেন জোটা।
দিনের অপর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে স্পেন। চার বছর পর এ দলটির বিপক্ষে হারল তারা। শনিবার রাতে স্পেনের জারাগোজায় সুইসদের কাছে ২-১ গোলের ব্যবধানে হারে লুই এনরিকের দল। ম্যানুয়েল আকাঞ্জির গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে জর্দি আলবার গোলে সমতায় ফেরে তারা। কিন্তু তিন মিনিট পরই জয়সূচক গোল করেন ব্রিল এমবোলো।
গ্রুপ-২'য়ে পাঁচ ম্যাচে ৩টি জিয় ও ১টি ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। সমান ম্যাচে ২টি জয় ও একটি ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্পেন। দুটি জয়ে সুইজারল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। চেক রিপাবলিক পেয়েছে ৪ পয়েন্ট।
Comments