জ্যামাইকার বিপক্ষে ৫ পরিবর্তনের কথা ভাবছেন আর্জেন্টিনা কোচ
প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। যাচাই বাছাই করে নেওয়ার শেষ সুযোগ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সামনে। সবশেষ হন্ডুরাসের বিপক্ষে খেলা ম্যাচ থেকে এ ম্যাচে পাঁচ পরিবর্তনের কথা ভাবছেন এ কোচ। এমন সংবাদই প্রকাশ করেছেন ক্রীড়াভিত্তিক আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় জ্যামাইকার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার নিউজার্সির রেড বুল অ্যাকাডেমি ট্রেইনিং ফিল্ডে স্থানীয় সময় রাত ৯টায় অনুশীলন করবে দলটি।
তবে এর আগে এদিন দলের কিছু খেলোয়াড়দের নিয়ে আলোচনা করেছেন কোচ স্কালোনি। সেখানেই পরবর্তী ম্যাচের জন্য নিজের পরিকল্পনার কথা জানান তিনি। টিওয়াইসি স্পোর্টসের সূত্র অনুযায়ী, বিশ্বকাপের আগে নিয়মিত খেলোয়াড়দের আরও একবার ঝালাই করে দেখতে চান আর্জেন্টাইন কোচ। হন্ডুরাসের বিপক্ষে বেশ কিছু খেলোয়াড়কে পাননি তিনি।
এ ম্যাচে গোলবারে ফিরতে পারেন এমিলিয়ানো মার্তিনেজ। শেষ ম্যাচে খেলেছিলেন জেরোনিমো রুল্লি। লেফটব্যাক পজিশনে মার্কোস আকুনার ফেরার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে জায়গা ছাড়তে হবে নিকোলাস তাগলিয়াফিকোকে। সেন্টার ব্যাক পজিশনে দেখা যেতে পারে ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি জুটিকে। হন্ডুরাসের বিপক্ষে খেলেছিলেন লেসেন্দ্রো মার্তিনেজ ও হেরমান পেজ্জেলা।
মাঝ মাঠে আগের দিনের মতো লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোর থাকা অনেকটাই নিশ্চিত। আক্রমণভাগে লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজের সঙ্গে আগের ম্যাচে খেলেছেন পাপু গোমেজ। জ্যামাইকার বিপক্ষে তার জায়গায় ফিরতে পারেন আনহেল দি মারিয়া।
সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, মার্কাস আকুনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সোলসো, রদ্রিগো দি পল, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া।
Comments