ওয়ার্নার-ডেভিড ঝড়ে ক্যারিবিয়ানদের হারাল অস্ট্রেলিয়া
দায়িত্বশীল এক ফিফটিতে এক প্রান্ত আগলে শুরুতে উইকেট হারানো অস্ট্রেলিয়াকে কক্ষপথে রাখলেন ডেভিড ওয়ার্নার। দানবীয় এক ইনিংসে দলকে বড় পুঁজি এনে দিলেন টিম ডেভিড। এরপর বল হাতে আগুন ঝরালেন মিচেল স্টার্ক। তাতে লড়াই করেও আর পেরে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়াই।
শুক্রবার ব্রিজবেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করতে পারে তারা। জবাবে ৮ উইকেটে ১৪৭ রান পর্যন্ত করতে পারে ক্যারিবিয়ানরা।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই কাইল মেয়ার্সকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় উইকেটে ব্রান্ডন কিংয়ের সঙ্গে দলের হাল ধরেছিলেন আরেক ওপেনার জনসন চার্লস। ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেওয়ার চেষ্টাও করেন। কিন্তু এ জুটি ভাঙতেই যেন সব শেষ। ব্রান্ডনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে এ জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। এমনকি কোনো ব্যাটারও দায়িত্ব নিয়ে কিছু করতে পারেননি। ফলে আরও একটি হারের সিরিজ শেষ হয় তাদের।
দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন চার্লস। আকিল হোসেনের ব্যাট থেকে আসে ২৫ রান। ২৩ রান করেন ব্রান্ডন। অস্ট্রেলিয়ার পক্ষে ২০ রানের খরচায় ৪টি উইকেট নেন স্টার্ক। ২টি উইকেট পান প্যাট কামিন্স।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানেই ওপেনার ক্যামেরুন গ্রিনকে হারায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়ে দলের হাল ধরেন ওয়ার্নার। গড়েন ৮৫ রানের দারুণ এক জুটি। যেখানে অজি অধিনায়কের অবদান মাত্র ১৫ রান।
দলীয় ৯৫ রানে ফিঞ্চকে ফিরিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙেন ওবেড ম্যাককয়। এরপর স্কোরবোর্ডে ১ রান যোগ হতে ফিরে যান ওয়ার্নারও। আর ৪ রান যোগ হতে গেল ম্যাক্সওয়েলকেও তুলে নেয় উইন্ডিজ। তাতে দারুণভাবে ম্যাচে ফিরেছিল তারা। তবে স্টিভ স্মিথের সঙ্গে পঞ্চম উইকেটে ৫৬ রানের দারুণ এক জুটি গড়ে ক্যারিবিয়ানদের ফের চাপে ফেলে দেন ডেভিড। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ৪১ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ওপেনার। ২০ বলে ৪২ রানের ক্যামিও খেলেন ডেভিড। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২১ রানের খরচায় ৩টি উইকেট নেন আলজেরি জোসেফ। ২টি শিকার ম্যাককয়ের।
Comments