‘ভারত, পাকিস্তানের বিপক্ষে ১০০ শতাংশ এনার্জি লেভেল চলে আসে’

সিলেটে মেয়েদের এশিয়া কাপে শনিবার দুপুর দেটায়  মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

গত এশিয়া কাপে ভারতকে দুই দফা হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। চার বছর সময়ের তফাৎ অবশ্য বদলে দিয়েছে অনেক প্রেক্ষাপট। ঘাটতি কাটিয়ে উঁচু ধাপে পারফর্ম করছে ভারত। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এসেছে তারা। মুখোমুখি লড়াইয়েও ঢের এগিয়ে প্রতিবেশী দেশটি। তবে বড় মঞ্চে তাদেরকে আরেকবার ধরাশায়ী করতে নিজেদের উজ্জীবিত দেখছেন ওপেনার মুরশিদা খাতুন।

সিলেটে মেয়েদের এশিয়া কাপে শনিবার দুপুর দেটায়  মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। টুর্নামেন্টে দুই দলই পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ করে হেরেছে। বাংলাদেশের হারটা ছিল বড় ব্যবধানে। ভারত হেরেছে কাছে গিয়ে।

শুক্রবার ভারত-পাকিস্তান ম্যাচের দিন অনুশীলন করতে আসে বাংলাদেশ দল। নিজেদের প্রস্তুতি সেরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলা বলেই উত্তেজনার আঁচ পাচ্ছেন তারা,  'ভারতের বিপক্ষে ভালো খেলার চিন্তা আমার সবসময় বেশি থাকে। প্রস্তুতি ভালো থাকে। আমি নিজের রোল অনুযায়ী খেলবো কে বল করছে ওটা দেখবো না। আমি যেটা খেলতে পারি ওটাই চেষ্টা করবো।'

'ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে।'

Murshida Khatun

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। তাতে ১০ ম্যাচই জিতেছে ভারত। পরিসংখ্যান ও শক্তিতে এগিয়ে থাকলেও নিজেদের ভালো ছন্দে থাকার কথা জানান মুরশিদা, 'দেখেন, ওরা তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে, অনেক ভালো। সম্প্রতি ইংল্যান্ডে খেলে আসলো। ওরা অনেক ভালো আমাদের থেকেও। আমরাও মোটামুটি ভালো শেপে আছি ব্যাটার কয়েকজন। আমরা যদি নিজেদের প্রসেস অনুযায়ী খেলতে পারি, রোল অনুযায়ী খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।'

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League amid demands from the student movement against discrimination.

3h ago