ডিসির মোবাইল ফোন নম্বর ক্লোন করে অর্থ আদায়ের চেষ্টা, থানায় জিডি

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে একটি প্রতারক চক্র। ওই নম্বর থেকে বিভিন্নজনের কাছে ফোন করে টাকা চেয়েছে তারা।
স্টার অনলাইন গ্রাফিক্স

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে একটি প্রতারক চক্র। ওই নম্বর থেকে বিভিন্নজনের কাছে ফোন করে টাকা চেয়েছে তারা।

আজ রোববার দুপুরে এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানান, তিনি কয়েকজনের কাছ থেকে জানতে পেরেছেন যে গত ২-১ দিন ধরে তার সরকারি মোবাইল নম্বর থেকে বিভিন্নজনের কাছে ফোন করে মোটা অংকের অর্থ চাওয়া হচ্ছে।

'কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যে আমি কারো কাছ থেকে কোনো টাকা দাবি করিনি। এমন কিছু করার প্রশ্নই আসে না। নাম্বারটি ক্লোন করা হয়েছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আজ থানায় জিডি করেছি,' বলেন তিনি।

এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যদি কেউ কারো কাছে আমার সরকারি নম্বর থেকে অর্থ  আদায়ের অপচেষ্টা করা হয় তবে সঙ্গে সঙ্গে বিষয়টি নিকটস্থ থানায় কিংবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা আমাকে সরাসরি জানানোর জন্য অনুরোধ করছি।'

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, জেলা প্রশাসনের গোপনীয় শাখার কর্মকর্তা তিতুমীর চৌধুরী বাদী হয়ে একটি জিডি করেছেন। 

 

 

Comments