‘কসমেটিকস পণ্য অনেক ক্ষেত্রেই কর ফাঁকি দিয়ে আসছে’
বাংলাদেশে আমদানিকৃত যেসব কসমেটিকস পণ্য রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রেই ট্যাক্স বা রেভিনিউ ফাঁকি দিয়ে দেশের বাজারে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
আজ বুধবার অধিদপ্তরের কারওয়ানবাজার কার্যালয়ে কসমেটিকস পণ্য আমদানিকারক ও বাজারজাতকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'সার্বিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে ভোক্তারা। আমরা চাইলেই দু-এক দিনের মধ্যে এই দেশকে পরিবর্তন করতে পারবো না। তবে সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি।'
'আমাদের অধিদপ্তরের মূল কাজটা হলো ভোক্তাকে প্রটেকশন দেওয়া। সেজন্য যা যা করার সবই করবো,' বলেন তিনি।
অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সম্প্রতি তারা রাজধানীর গুলশান, নিউমার্কেটসহ বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। সেসময় বেশ কিছু অনিয়ম দেখা গেছে। সেই প্রেক্ষিতে আজকের সভার আয়োজন।
বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজমল হোসেন বলেন, 'কিছু অসাধু ব্যবসায়ী কাস্টমসের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে কসমেটিকস পণ্য আমদানি করছে। এর ফলে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছেন।'
Comments