এখনও শতভাগ ফিট নন শাহিন আফ্রিদি

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত একবারই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। আর সে জয়টা এসেছে পেসার শাহিন শাহ আফ্রিদির হাতে ধরে। ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার কাছে এমন কিছুই প্রত্যাশা করছে দলটি। তবে বিশ্বকাপ শুরুর আর কয়েকদিন বাকি থাকলেও ইনজুরি কাটিয়ে এখনও শতভাগ ফিট হননি শাহিন।

আগামী রোববার থেকে এবারের আসর শুরু হলেও পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ২৩ নভেম্বর থেকে। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে সেই ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে নিঃসন্দেহে সেরা একাদশকেই চাইবে পাকিস্তান। তবে হাই-ভোল্টেজ সে ম্যাচে শাহিন ফিরতে পারবেন কি-না তাই নিয়ে অনেক আলোচনা। কারণ সুস্থ হওয়ার পর আবার ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারও রয়েছে।

শাহিনের ফিটনেস নিয়ে আপডেট দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রামিজ রাজা। দুইটি প্রস্তুতি ম্যাচ দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি, 'আমি ওর (শাহিন) সঙ্গে কথা বলেছি এবং আমরা ওর চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করছি। আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তা হলো ও ৯০ শতাংশ প্রস্তুত। ‌হাঁটুর চোট বেশির ভাগ ক্ষেত্রেই অনেক ভোগায়। দুইটি প্রস্তুতি ম্যাচে শাহিন কেমন খেলছে, সে দিকে নজর থাকবে আমাদের।'

অথচ কিছুদিন আগে পিসিবি চেয়ারম্যান দাবি করেছিলেন ১১০ শতাংশ ফিট শাহিন। বিশ্বকাপের ঠিক আগে বলছেন ভিন্ন কথা। তবে আগামী শনিবার দলের সঙ্গে শাহিন যোগ দেবেন বলে জানা গেছে। ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচে খেলবেন এ পেসার। ১৭ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচদুটি।

চোটের কারণে এবার এশিয়া কাপের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন শাহিন। তার অভাব ভালোভাবেই টের পেয়েছে দলটি। এশিয়া কাপ ও ইংল্যান্ড ভুগলেও অবশ্য নিউজিল্যান্ডে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজ জিতে নিতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। তাকে পেলে নিঃসন্দেহে শক্তি বাড়বে অনেকাংশে। এছাড়া এ সিরিজে খেলেননি এশিয়া কাপে আলো ছড়ানো পেসার নাসিম শাহও।

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন শাহিন। ডান পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পান তিনি। তখন থেকেই মাঠের বাইরে আছেন এ পেসার। এশিয়া কাপের পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ মিস করেন তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago