শুধু প্রতিভা দিয়ে কী হবে, হোল্ডারের প্রশ্ন 

Jeson Holder
ফাইল ছবি: এএফপি

এবার বিশ্বকাপে সহজাত প্রতিভায় কোন দল সবচেয়ে এগিয়ে? এরকম যাচাই বাছাই করতে হলে সামনের কাতারেই আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের নাম। কিন্তু প্রতিভা দিয়েই যে সব হয় না তার বাস্তব প্রমাণ পেয়ে গেছে তারা। স্কটল্যান্ডের কাছে হেরে সুপার টুয়েলভে যাওয়াই এখন শঙ্কায় ক্যারিবিয়ানদের। এমন অবস্থায় অলরাউন্ডার জেসন হোল্ডার সতীর্থদের উদ্দেশ্যে দিয়েছেন কড়া বার্তা।

গত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ রানের বড় জয় পায় স্কটল্যান্ড। স্কটিশদের ১৬০ রানের জবাবে ১১৮ রানে থেমে যায় ক্যারিবিয়ানরা। আজ জিম্বাবুয়ের বিপক্ষে তাই দুই বারের বিশ্বসেরাদের বাঁচা মরার লড়াই।

এমন ম্যাচে নামার আগে সতীর্থদের নিজেদের সক্ষমতার প্রমাণ মাঠে দেখার আকুতি জানিয়েছেন হোল্ডার,  'আলোচনা সফল হলো কিনা মাঠে নেমে দেখা যাবে। আমাদের পারফর্ম করতে হবে। কোন দোলাচল রাখা চলবে। এই টুর্নামেন্ট জেতার জন্য যেরকম প্রতিভা দরকার তা আমাদের ড্রেসিংরুমে আছে। কিন্তু প্রতিভা দিয়ে কি হবে? কেবল প্রতিভা থাকলেই তো চলে না। আমাদের সেটা কাজে লাগাতে হবে। কাজে লাগাতে পারার নামই খেলা।'

রান তাড়ায় হোল্ডার ছাড়া পরিকল্পনার ছাপ দেখা যায়নি কারো ব্যাটে। এলোপাথাড়ি ব্যাট করে দলকে ডুবিয়েছেন নিকোলাস পুরানরা। সাবেক অধিনায়ক হোল্ডার বলছেন, ব্যাটারদের খেলতে হবে দলের চাহিদা মেনে, 'সেদিন আমরা খুব বাজে ব্যাট করেছি। গত কয়েকটি সিরিজ ধরেই খারাপ ব্যাটিং চলছে। আমার মনে হয় পরিস্থিতি অনুযায়ী সবার খেলা উচিত। নিজের ইচ্ছামত খেললে তো হবে না। বড় রান করতে হলে জুটি গড়তে হবে।'

'আমাদের সবাইকে মিলে একটা পথ বের করতে হবে। শুধু ব্যাটিং না,  পুরো ম্যাচটাই নিয়ন্ত্রণ রাখতে হবে।'

ওয়েস্ট ইন্ডিজের যেখানে পড়তি অবস্থা, জিম্বাবুয়ে যেন উড়ছে। আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করা ক্রেইগ আরভিনরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে আছেন মুখিয়ে। হোল্ডারও চলমান আবহে প্রতিপক্ষকে রাখলেন এগিয়ে,  'জিম্বাবুয়ে প্রতিনিয়ত ভালো ক্রিকেট খেলছে। প্রথম ম্যাচ ওরা জিতেছেও। ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। নিজেদের সেরাটা দিয়ে ওদের হারাতে হবে।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago