চুয়াডাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিতরণ

চুয়াডাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনিয়োগ বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি.। ছবি: সংগৃহীত

গম ও ভুট্টা চাষে চুয়াডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনিয়োগ বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ব্যাংকটির চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে আজ রোববার বনানী পাড়ায় একটি নার্সারিতে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ দিন ১৩৭ জন প্রান্তিক কৃষকদের মাঝে ১ কোটি ৪৬ লাখ টাকা বিনিয়োগ বিতরণ করা হয়।

বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের এসএমইআইডি ওয়ান এর ডিভিশনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান এবং খুলনা জোনের প্রতিনিধি শফিউল আজম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার শাখা ব্যবস্থাপক মো. ওয়ালীউল্লাহ। অনুষ্ঠানে চারটি এজেন্ট আউটলেট ও শাখার গ্রাহক ও কৃষকদের মাঝে বিনিয়োগ হস্তান্তর করা হয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago