আমার বাবা ভালো আছেন: প্রবীর মিত্রের ছেলে

অভিনেতা প্রবীর মিত্র। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র'র মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

গত ২৫ অক্টোবর রাত সাড়ে ১০টার পর এই অভিনেতা মারা গেছেন বলে কিছু ফেসবুক পোস্ট দেখা যায়৷ এই নিয়ে চলচ্চিত্রপাড়ায় চলতে থাকে উৎকণ্ঠা৷ 

বিষয়টি নিয়ে বিব্রত প্রবীর মিত্রের পরিবারের সদস্যরা।

অভিনেতা প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাবার তেমন কিছু হয়নি। তিনি ভালো আছেন। এমন গুজবে আমরা সত্যি খুব বিরক্ত ।'

প্রবীরমিত্র ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা। তার আলোচিত সিনেমার মধ্যে আছে- তিতাস একটি নদীর নাম, পুত্রবধূ, নয়নের আলো, জলছবি, জয় পরাজয়, রঙিন সিরাজউদ্দৌলা, তাসের ঘর, জন্ম থেকে জ্বলছি, বড় ভালো লোক ছিল, দহন, দুই পয়সার আলতা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, হারানো সুর ইত্যাদি।

 

 

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

22m ago