দুই ওপেনারের ‘ইতিবাচক মানসিকতা’ ভালো লেগেছে সাকিবের
পাওয়ার প্লের আগেই ভেঙেছে ওপেনিং জুটি, আসেনি ৫০ রানও। দুই ওপেনারের কেউই ২৫ রানের বেশি করেননি। তবে শুরুর ঝাঁজ আর খেলার ধরণে মাঝারি মানের জুটিতেই আপাতত তৃপ্ত সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের আশা স্নায়ুচাপ সামলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওপেনার মেলে ধরবেন ডানা, মেটাবেন দলের চাহিদা।
গেল সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটিতে ৫.১ ওভারে আসে ৪৩ রান। খুব বড় রান নয়। তবে গত ৩০ ম্যাচের মধ্যে ওপেনিং জুটিতে ৪০ ছাড়ানো রান যে এই একবারই।
ইনিংসের প্রথম ওভারে দুই চার মেরে আগ্রাসী শুরুর আভাস দেন সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে পরে আসে ৪ বাউন্ডারি। সৌম্য পরে ঠিকমতো ডানা মেলার আগেই ক্যাচ দিয়ে ফেরেন ১৪ বলে ১৪ করে।
থিতু হয়ে ২০ বলে ২৫ করে ক্যাচ দেন শান্ত। খুব আহামরি রান না করেও অধিনায়কের প্রশংসা পাচ্ছেন এই দুজন।
বুধবার সংবাদ সম্মেলনে সাকিব জানান, তার কাছে রানের চেয়ে রান করার ধরনটা বেশি গুরুত্বপূর্ণ, 'অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দেবে এটা (ওপেনারদের শুরু)। আমাদের কাছে গুরুত্বপূর্ণ না যে কত রান হলো বোর্ডে। কী অ্যাপ্রোচ ছিল (সেটা গুরুত্বপূর্ণ)। আমার কাছে যেটা দেখে ভালো লেগেছে যে দুজনেই খুব ইতিবাচক মানসিকতায় ছিল। এমন না যে আড়ষ্ট ব্যাটিং করেছে। ওই জিনিসগুলোই আমরা চাই।'
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচেও এইটুকুতেই যে এবার খুশি হবেন না, তাও বুঝিয়ে দিয়েছেন সাকিব। তার আশা শুরুর স্নায়ুচাপের পর এবার মনখোলা খেলা উচিত তাদের, ;প্রথম ম্যাচ যেহেতু সব সময়ই স্নায়ুচাপ কাজ করে, চাপ থাকে। ওই জড়তা থেকে বের হয়ে আসতে পারা উচিত এখন। অনেক খোলামনে খেলা উচিত। আরও বেটার পারফর্ম করা উচিত। যারাই দলে আছে তাদের সেরাটা দিলে ভাল কিছু সম্ভব।'
আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, ওয়েইন পারনেল, লুঙ্গি এনগিদিদের নিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা পেস আক্রমণ প্রোটিয়াদের। বড় রান করতে হলে ওপেনারদের শুরুতেই সামলাতে হবে পেসের ঝাঁজ। তবে প্রোটিয়া পেস আক্রমণের বিপক্ষে বড় মঞ্চে ভালো করার ইতিহাস প্রেরণা দিচ্ছে সাকিবদের। ২০১৯ ওয়ানডে সংস্করণে প্রোটিয়াদের বিপক্ষে ৩০ বলে ৪৩ রানের ইনিংস খেলে সুর বেধে দিয়েছিলেন সৌম্য। দল পরে ৩৩০ রান করে ম্যাচ জিতেছিল। সেসব স্মৃতি থেকে শক্তি নেওয়ার পক্ষে সাকিব, 'দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে আমরা আগেও খেলেছি। অন্য ফরম্যাটেও। আইসিসি ইভেন্টেও খেলেছি। আমরা জানি তারা কোন মাইন্ড সেটআপে থাকে। তাদের বিপক্ষে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল ছিলাম। এর থেকে ভিন্ন কিছু আশা করছি না। ওদের পরিকল্পনাগুলো কাউন্টার করতে পারলে আমরা অনেক ভাল অবস্থায় থাকব।'
Comments