এই হারে কষ্ট পাওয়া উচিত: বাটলার

ছবি: এএফপি

বিশ্বমঞ্চে আরও একটি আইরিশ রূপকথা দেখল ক্রিকেট বিশ্ব। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর এবার ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বকাপে ফের শক্তিধর ইংলিশ বাহিনীর বিপক্ষে জয় পেল আয়ারল্যান্ড। এমন হারে নিজেদের কষ্ট পাওয়া উচিত বলে মনে করছেন থ্রি লায়ন্সদের দলপতি জস বাটলার।

বুধবার এমসিজিতে সুপার টুয়েলভের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তোলে ইংল্যান্ড। এরপরই হানা দেয় বৃষ্টি। তা কমার কোনো লক্ষণ না দেখা গেলে আম্পায়াররা ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেন। তারা পায় ৫ রানের ঐতিহাসিক জয়।

হারের পর গণমাধ্যমকে বাটলার বলেন, 'সত্যি বলতে, আমি মনে করি, এটাতে (পরাজয়) আমাদের কষ্ট পাওয়া উচিত। এমন দিন সত্যিই অনেকে হতাশার। আপনার এটা অনুভব করতে হবে। এটাকে ধামাচাপা দিয়ে সামনে এগিয়ে যাব বলার কোনো মানে নেই।'

এমন ফলের পর দ্রুত ঘুরে দাঁড়ানোর মনোভাব দেখাতে হবে বলে জানান ইংলিশ অধিনায়ক, 'আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে ও খুব জলদি অন্য একটি খেলায় সেটা করতে হবে। তবে আজকের জন্য কষ্ট পাওয়া উচিত।'

আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচ হেরে গেলে অনেকটাই ফিকে হয়ে পড়বে তাদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। তবে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর আস্থা হারাচ্ছেন না বাটলার, 'আমাদের ড্রেসিং রুমে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তারা তাদের ক্যারিয়ারে আগেও এমন পরিস্থতি পার করেছেন। সুতরাং, ছেলেরা জানে কীভাবে এমন হতাশাজনক হারের আবেগ সামলাতে হয়।'

আম্পায়ারদের খেলার সমাপ্তি ঘোষণা করা নিয়েও কোনো অভিযোগ নেই এই উইকেটরক্ষক-ওপেনিং ব্যাটারের, 'এটা (বৃষ্টি) অনেক বেড়ে গিয়েছিল। তাই যে সময়ে আমরা মাঠে থেকে ফিরে এলাম, সেটা নিয়ে কোনো আপত্তি নেই।'

খেলা বন্ধ হওয়ার সময় ক্রিজে ছিলেন মঈন আলি ও লিয়াম লিভিংস্টোন। ১২ বলে ২৪ রান করে দারুণ লড়াইয়েরও ইঙ্গিত দিচ্ছিলেন মঈন। তবে ইংল্যান্ড আগেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বলে মনে করেন বাটলার, 'আমার মনে হয়, সেই মুহূর্তের (খেলা বন্ধ হওয়ার সময়) আগেই আমরা হেরে গিয়েছিলাম। পুরো খেলায় যেখানে আমাদের থাকার কথা ছিল, তার থেকে অনেক পেছনে ছিলাম আমরা। আয়ারল্যান্ডের এই জয় প্রাপ্য ছিল।'

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

11m ago