বাধ্য না হলে মেসি-এমবাপে-নেইমারকে সরাবেন না গালতিয়ের

গত মৌসুমে ফর্মহীনতায় ভুগছিলেন নেইমার, অন্যদিকে নিজে হারিয়ে খুঁজছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে জ্বলে উঠেছেন তারা দুজনেই। সঙ্গে কিলিয়ান এমবাপের ক্ষুরধার ফর্ম তো আছেই। সবমিলিয়ে ক্রিস্তোফ গালতিয়েরের অধীনে নতুন মৌসুমে আরও ক্ষুরধার পিএসজি। কোচ গালতিয়ের তো এবার বলেই দিলেন, বাধ্য না হলে প্যারিস আক্রমণভাগে আনবেন না কোন পরিবর্তন।

গত মৌসুমে ফর্মহীনতায় ভুগছিলেন নেইমার, অন্যদিকে নিজে হারিয়ে খুঁজছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে জ্বলে উঠেছেন তারা দুজনেই। সঙ্গে কিলিয়ান এমবাপের ক্ষুরধার ফর্ম তো আছেই। সবমিলিয়ে ক্রিস্তোফ গালতিয়েরের অধীনে নতুন মৌসুমে আরও ক্ষুরধার পিএসজি। কোচ গালতিয়ের তো এবার বলেই দিলেন, বাধ্য না হলে প্যারিস আক্রমণভাগে আনবেন না কোন পরিবর্তন।

মেসি ও নেইমার সরূপে ফিরলেও এমবাপের ভবিষ্যৎ নিয়ে কানাঘুষা চলছে। তবে তাতে এই ত্রয়ীর মাঠের পারফরম্যান্সে পড়েনি কোন প্রভাব। ১২ ম্যাচের ১০টিতে জিতে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি। মোট ৩২ বার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়েছে তারা। এদিকে নেইমার ও মেসি এখন পর্যন্ত সরাসরি অবদান রেখেছেন (গোল করেছেন বা করিয়েছেন) যথাক্রমে ২২ ও ২৩ গোলে।

শনিবারের ত্রোয়েস ম্যাচের আগে সংবাদমাধ্যমকে গালতিয়ের বলেন, 'যখন এমন ধারাবাহিকতা থাকে, আমরা সেটা ভাঙি না। সেভাবেই রাখি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেডিকেল স্টাফরা দারুণ কাজ করেছে। তারা (মেসি-নেইমার-এমবাপে) ভালো আছে।'

ক্লান্তিজনিত কারণ না থাকলে এই তিন তারকা খেলবেন বলে নিশ্চিত করেন পিএসজি কোচ, 'তাদের ক্লান্তির অবস্থা নির্ধারণ করবে তারা খেলবে কিনা। আমাদের এবারের মৌসুমের ৫০ গোলের ৪০টিই করেছে তারা। তাই এটা (তাদের খেলানো) তাদের ফর্মের ওপর নির্ভর করবে না।' 

আগামী ৩ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে গালতিয়েরের শিষ্যরা। সেই ম্যাচে অন্যান্য খেলোয়াড়দেরও সুযোগ মিলতে পারে বলে জানান তিনি, 'আমাদের ত্রোয়েসের বিপক্ষে জয়ের বাধ্যবাধকতা রয়েছে। মধ্য সপ্তাহে তুরিনেও বাজি ধরতে হবে আমাদের। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে অন্যান্য খেলোয়াড়দেরও যুক্ত করার সম্ভাবনা আছে।'

Comments