কুয়োলকে নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
১৮ বছর বয়সী তরুণ গ্যারাং কুয়োল জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মিসরে জন্ম নেওয়া এই তরুণকে নিয়ে কাতার বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ২৬ জনের দল ঘোষণা করেছেন কোচ গ্রাহাম আর্নল্ড।
অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে গত সেপ্টেম্বরে নিউক্যাসলে যোগ দিয়েছেন কুয়োল। অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। তবে এর আগেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিষেক হয়ে যেতে পারে এ তরুণের। দেশের হয়ে এর আগে একটি ম্যাচ খেলেছেন তিনি।
অনভিজ্ঞ কুয়োলকে দলে নিলেও অভিজ্ঞ গোলরক্ষক মিচ ল্যাঙ্গারাককে বিশ্বকাপের জন্য বিবেচনা করেননি আর্নল্ড।
গোলরক্ষক ম্যাথিউ রায়ান এবং উইঙ্গার ম্যাথিউ লেকি জায়গা পেয়েছেন তৃতীয় বিশ্বকাপে। কাতারে দলটির নেতৃত্বেও থাকবেন রায়ান। মোট ১৭ জন খেলোয়াড় এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন।
কাতার বিশ্বকাপে 'ডি' গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, তিউনিসিয়া ও ডেনমার্ক। ২২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর তিউনিসিয়া ও ৩০ নভেম্বর ডেনমার্কের মুখোমুখি হবে দলটি।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ম্যাট রায়ান (কোপেনহেগেন), অ্যান্ড্রু রেডমাইন (সিডনি এফসি), ড্যানি ভুকোভিচ (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স)।
ডিফেন্ডার: আজিজ বেহিস (ডান্ডি ইউনাইটেড), মিলোস ডিজেনেক (কলম্বাস ক্রু), বেইলি রাইট (সান্ডারল্যান্ড), হ্যারি সাউটার (স্টোক সিটি), ফ্রাঁ কারাসিক (ব্রেসিয়া), নাথানিয়েল অ্যাটকিনসন (হার্টস), জোয়েল কিং (ওবি), কাই রোলস (হার্টস), টমাস ডেং (আলবিরেক্স নিগাটা)।
মিডফিল্ডার: অ্যারন মুয় (সেল্টিক), জ্যাকসন আরভিন (সেন্ট পাওলি), আজডিন হরাস্টিক (ভেরোনা), রিলি ম্যাকগ্রি (মিডলসব্রো), ক্যামেরন ডেভলিন (হার্টস), কেনু ব্যাকস (সেন্ট মিরেন)।
ফরোয়ার্ড: ম্যাথু লেকি (মেলবোর্ন সিটি), আওয়ার ম্যাবিল (কাডিজ), জেমি ম্যাক্লারেন (মেলবোর্ন সিটি), মিচেল ডিউক (ফ্যাগিয়ানো ওকায়ামা), মার্টিন বয়েল (হাইবারনিয়ান), ক্রেইগ গুডউইন (অ্যাডিলেড ইউনাইটেড), গ্যারাং কুয়োল (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স), জেসন কামিংস (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স)।
Comments