আবার আইসিসি সভাপতি হলেন বার্কলে
সভাপতি পদে ভারত কোন প্রার্থী না দেওয়ায় আগে থেকেই আভাস ছিল, সেটাই বাস্তবে রূপ নিল। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে আইসিসি সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।
শনিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, নতুন মেয়াদে দায়িত্ব পাচ্ছেন বার্কলে। আগামী দুই বছর তিনি কাজ করবেন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে।
সভাপতির লড়াইয়ে নামার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান টাভেঙ্গওয়া মুকুহলানি। কিন্তু পরে তিনি নাম সরিয়ে নেন, ফলে কোন রকম প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি কিউই সংগঠককে।
পেশায় আইনজীবী বার্কেলে ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান। ২০২০ সালের নভেম্বর থেকে তিনি আইসিসি সভাপতি হিসেবে দায়িত্ব নেন। দুই বছর দায়িত্ব পালন করার পর আরও দুই বছর কাজের সুযোগ পেলেন তিনি।
পুনঃ নির্বাচিত হয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ৬১ বছর বয়েসী এই প্রশাসক, 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে আমাকে আবার নির্বাচিত করায় আইসিসি পরিচালকদের ধন্যবাদ এই পদে থাকা বিশাল সম্মানের বিষয়।'
Comments