২০১৪ আসরের সঙ্গে অনেক মিল পাচ্ছেন মেসি

এবার নতুন অভিযানে নামার আগে মেসি বর্তমান স্কোয়াডের মিল পাচ্ছেন ২০১৪ আসরের সঙ্গে। 
lionel messi

২০১৪ সালে ব্রাজিলে হওয়া বিশ্বকাপে দারুণ খেলেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ফাইনাল পর্যন্ত গিয়ে শেষ সময়ে হেরেছিল জার্মানির কাছে। কাপ জিততে না পারলেও আর্জেন্টিনার খেলায় মন ভরেছিল তাদের সমর্থকদের। এবার নতুন অভিযানে নামার আগে মেসি বর্তমান স্কোয়াডের মিল পাচ্ছেন ২০১৪ আসরের সঙ্গে। 

২০১৪ সালের আসরের দল থেকে মেসি ছাড়াও এবার টিকে আছেন আনহেল দি মারিয়া। সেবার হ্যাভিয়ের মাশ্চেরানো, সার্জিও আগুয়েরোদের পেয়েছিলেন মেসি। এবার মেসির সঙ্গে আছেন এমিলিয়ানো মার্তিনেস, লিয়ান্দ্রো পারেদেস, দি মারিয়া ও লাউতারো মার্টিনেজের মতো খেলোয়াড়রা। যারা প্রত্যেকেই আছেন ছন্দে। গত কোপা আমেরিকাতে দিয়েছেন সামর্থ্যের প্রমাণ।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে দেওয়া সাক্ষাতকারে মেসি জানান খেলোয়াড়দের ভিন্নতা থাকলেও উদ্দীপনার দিক থেকে দুই দলে আছে মিল, '২০১৪ বিশ্বকাপে আমরা খুব ভালো খেলেছিলাম। স্মরণীয় এক অভিজ্ঞতা ছিল তা। খুব উপভোগ করেছিলাম সে আসর। আমার মনে হয়েছিল এটা একটা শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল যা আপনাকে চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায়।'

'এবারের আসরের দলটির আমি ২০১৪ আসরের সঙ্গে মিল পাচ্ছি। সেবার যে দলটা ছিল সবার ভেতর মনোবল ছিল প্রবল, যা খুব গুরুত্বপূর্ণ।'

২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। পরের ধাপে যেতে তাই স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা। তবে মেসি শুরুর দিকে বড় চিন্তায় না গিয়ে অল্প অল্প করে এগুতে চান। আপাতত তার সব মনোযোগ প্রথম ম্যাচে, 'গত বিশ্বকাপে যাওয়ার আগেই সবাই আমাদের চ্যাম্পিয়ন ধরে রেখেছিল। পরে সব উলটপালট হয়ে যায়। বিশ্বকাপ মঞ্চে অনেক কিছুই ঘটে যায় যা ভাবনার বাইরে। শেষ ষোলো নয়, আমাদের আগে প্রথম ম্যাচ নিয়ে ভাবতে হবে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago