মেক্সিকোর বিশ্বকাপ দলে হিমেনেজ-ওচোয়া-গুয়ার্দাদো

চলতি মৌসুমেই দুই দফা ইনজুরি। প্রথমে হাঁটুর সমস্যা, এরপর কোমরের। তাতে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে। কিন্তু তারপরও তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে মেক্সিকো। এছাড়া অভিজ্ঞ গোলরক্ষক গুইলারমো ওচোয়া ও মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদোকেও রেখেছেন মেক্সিকো কোচ জেরার্দো মার্তিনো।

চলতি মৌসুমেই দুই দফা ইনজুরি। প্রথমে হাঁটুর সমস্যা, এরপর কোমরের। তাতে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে। কিন্তু তারপরও তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে মেক্সিকো। এছাড়া অভিজ্ঞ গোলরক্ষক গুইলারমো ওচোয়া ও মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদোকেও রেখেছেন মেক্সিকো কোচ জেরার্দো মার্তিনো।

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য ফিফার বেঁধে নেওয়া শেষ দিনে গতকাল সোমবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে মেক্সিকো। সবার দৃষ্টি ছিল ওচোয়া ও গুয়ার্দাদোর দিকে। কারণ এবারের বিশ্বকাপে জায়গা পেলেই নতুন রেকর্ড হবে তাদের। সর্বাধিক পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে হবে তাদের।

স্কোয়াডে ঘরোয়া লিগে খেলা খেলোয়াড়দেরই প্রাধান্য বেশি।ইউরোপের বিভিন্ন লিগে খেলা খেলোয়াড় আছেন মোট ৯ জন। তবে দলের জন্য ধাক্কা মিডফিল্ডার জেসুস করোনার না থাকা। পা ভেঙে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির অভিজ্ঞ স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজকেও বিবেচনা করেননি মার্তিনো।

এবার কাতার বিশ্বকাপে সি গ্রুপে খেলবে মেক্সিকো। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা, পোল্যান্ড ও সৌদি আরব। ২২ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ আসর। এরপর ২৬ নভেম্বর আর্জেন্টিনা এবং ৩০ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হবে দলটি।

মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: রোদলফো কোতা (লিওঁ), গুইলারমো ওচোয়া (আমেরিকা), আলফ্রেদো তালাভেরা (হুয়ারেজ)।

ডিফেন্ডার: কেভিন আলভারেজ (পাচুকা), নেস্টর আরাহো (আমেরিকা), জেরার্দো ওর্তেগা (জেঙ্ক), জেসুস গ্যালার্দো (মন্তেরে), হেক্তর মোরেনো (মন্তেরে), সেজার মন্তেস (মন্তেরে), হোর্হে সানচেজ (আয়াক্স), ইয়োহান ভাসকেজ (ক্রেমোনিস)।

মিডফিল্ডার: এডসন আলভারেজ (আয়াক্স), রবার্তো আলভারাদো (গুয়াদালাজারা), উরিয়েল আন্তুনা (ক্রুজ আজুল), লুইস শ্যাভেজ (পাচুকা), আন্দ্রেস গার্দাদো (বেতিস), এরিক গুতেরেজ (পিএসভি আইন্দহোভেন), হেক্তর হেরেরা (হিউস্তন ডায়নামো), ওরবেলিন পিনেদা (অ্যাথেন্স), কার্লোস রদ্রিগেজ (ক্রুজ আজুল), লুইস রোমো (মন্তেরে)।

ফরোয়ার্ড: রোজেলিও ফুনেস মোরি (মন্তেরে), রাউল হিমেনেজ (উলভারহ্যাম্পটন), হিরভিং লোজানো (নাপোলি), হেনরি মার্তিন (আমেরিকা), অ্যালেক্সিস ভেগা (গুয়াদালাজারা)।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago