এনকুঙ্কুর ইনজুরিতে কপাল খুলল ফ্রাঙ্কফুর্ট স্ট্রাইকারের
বিশ্বকাপ সামনে রেখে ফ্রান্সের দুশ্চিন্তা বেড়েই চলছে। দুই তারকা মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কান্তের পর ছিটকে যান ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বেও। সর্বশেষ ক্রিস্টোফার এনকুঙ্কুর হাঁটুর চোটে দিদিয়ার দেশমের আক্রমণভাগেও লাগল দুশ্চিন্তার ছোঁয়া। বুধবার এই ফরোয়ার্ডের বদলী ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
এনকুঙ্কুর ইনজুরিতে কপাল খুলেছে জার্মান দল এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ফরোয়ার্ড হনডাল কোলো মুয়ানির। চলতি মৌসুমটা এখন পর্যন্ত ভালোই কাটছে ২৩ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে আট গোল ও ১১ অ্যাসিস্ট দিচ্ছে তেমনই প্রমাণ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি।
এক বিবৃতিতে এফএফএফ জানিয়েছে, 'এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট স্ট্রাইকার (হনডাল কোলো মুয়ানি), যে এই মুহূর্তে তার ক্লাবের সঙ্গে জাপানে অবস্থান করছে, বৃহস্পতিবার সকালে দোহায় ফ্রান্স দলের সঙ্গে যোগ দিবে।'
এর আগে এফএফএফ এক বিবৃতিতে নিশ্চিত করে, মঙ্গলবার দলের অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছেন এনকুঙ্কু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সতীর্থ মিডফিল্ডার এডোয়ার্ডো কামাভিঙ্গার সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় চোট পান আরবি লাইপজিপ তারকা।
ফ্রান্সের পরিবর্তিত বিশ্বকাপ দল
গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার), আলফোনসে আরেওলা (ওয়েস্টহ্যাম), স্টিভ মান্দান্ডা (রেনেঁ);
ডিফেন্ডার: উইলিয়াম সালিবা (আর্সেনাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), ডাওট উপমেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও হার্নান্দেজ (এসি মিলান), অ্যাক্সেল দিসাসি (মোনাকো), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), জুলস কুন্ডে (বার্সেলোনা);
মিডফিল্ডার: ইউসুফ ফোফানা (মোনাকো), ম্যাটিও গুয়েনডোজি (মার্সেই), অ্যাড্রিয়েন রাবিওট (জুভেন্টাস), অরেলিয়ান চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), এডুয়ার্ডো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), জর্ডান ভেরেটআউট (মার্সেই);
ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ের জিরুদ (এসি মিলান), আতোঁয়া গ্রিজমান (অ্যাতলেতিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), হনডাল কোলো মুয়ানি (এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), মার্কাস থুরাম (বরুশিয়া মনচেনগ্লাডবাখ)।
Comments