আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের আভাস দিলেন স্কালোনি
ইউরোপের ক্লাব ফুটবলের মৌসুমের মাঝপথে এবার বিশ্বকাপ আয়োজিত হতে যাওয়ায় দলগুলোকে ভুগতে হচ্ছে ফুটবলারদের চোটের কারণে। সেই তালিকায় আছে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নামও। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনায়াস জয়ের পর তাদের কোচ লিওনেল স্কালোনি দিলেন শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনার আভাস।
বুধবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্কালোনির শিষ্যরা। কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে প্রত্যাশামাফিক দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। তাদের পক্ষে জোড়া গোল করেন আনহেল দি মারিয়া। একবার করে জালের ঠিকানা খুঁজে নেন হুলিয়ান আলভারেজ, অধিনায়ক লিওনেল মেসি ও হোয়াকিন কোরেয়া। ফলে ভালোভাবে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে শিরোপাপ্রত্যাশী আলবিসেলেস্তেরা।
শিষ্যদের ঝালিয়ে নেওয়ার জন্য এই ম্যাচে সব মিলিয়ে ১৭ জন খেলোয়াড়কে মাঠে নামান আর্জেন্টাইন কোচ। তবে বেঞ্চেও জায়গা পাননি ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, মিডফিল্ডার পাপু গোমেজ ও ফরোয়ার্ড পাওলো দিবালা। তাদেরকে নিয়ে অবশ্য শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের পর ডিফেন্ডার মার্কোস আকুনিয়া আর মাঠে নামেননি। তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেখানেই শেষ নয়। ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি। তাকেও নজরে রেখেছে আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফরা।
সহজ প্রতিপক্ষের বিপরীতে গোল উৎসবের পর সংবাদ সম্মেলনে স্কালোনি জানান বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ জনের স্কোয়াডে সম্ভাব্য বদলের কথা, 'আমাদের ছোটখাটো কিছু সমস্যা রয়েছে। আমাদের হাতে কয়েক দিন আছে চূড়ান্ত তালিকা জমা দেওয়ার জন্য। আমরা স্কোয়াডে পরিবর্তন আনতে পারি। আশা করছি, এমন কিছু ঘটবে না। তবে সম্ভাবনা রয়েছে।'
টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনার কোচ যোগ করেন, 'আজ (বুধবার) কয়েক জনকে দলে রাখা হয়নি। কারণ, অনেকে খেলার জন্য পুরো ফিট ছিল না, আবার অনেককে খেলানো হতো ঝুঁকি নেওয়ার মতো। ওই খেলোয়াড়রা ঠিকঠাক আছে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। সাধারণভাবে বলতে গেলে তারা ভালো আছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে।'
উল্লেখ্য, বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে গত ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ফিফা। তবে ফুটবলারদের চোট বা অসুস্থতার ক্ষেত্রে নিজেদের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপে 'সি' গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে, আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল চারটায়।
Comments