কেন একা অনুশীলন করলেন মেসি?
আগের দিন রুটিন অনুশীলনে মহাতারকা লিওনেল মেসিকে বিশ্রামে রেখেছিল আর্জেন্টিনা। শনিবারও তাকে দেখা গেল না দলের সঙ্গে, আলাদা করে একা হালকা অনুশীলন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
সতীর্থদের কাছ থেকে দূরে তার এমন অনুশীলনের খবরে ডানা মেলে গুঞ্জন। কোন চোট হানা দিল না তো এই তারকাকে? আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো অবশ্য ভক্তদের আশ্বস্ত করেছে। বিশ্বকাপে ফিট মেসিকে নিশ্চিত করতে সতর্কতার অংশ হিসেবে তাকে আলাদা অনুশীলন করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
মেসির যে একেবারে চোট সমস্যা নেই তা নয়। 'অ্যাকিলিস টেন্ডনের' সমস্যায় চলতি মাসে পিএসজির হয়ে একটি ম্যাচ খেলেননি তিনি। তবে সেই চোটের প্রভাব এখন আর নেই বলেই জানা গেছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে পাওয়া নিয়ে সংশয়ে নেই আর্জেন্টিনা।
Comments