দলের কথা ভেবেই সরে দাঁড়িয়েছেন বেনজেমা
বছরটা হতে পারত করিম বেনজেমারই। সামনে থেকে নেতৃত্ব দিয়ে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছিলেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। বিশ্বকাপেও ফ্রান্সের প্রতিনিধিত্ব করার জন্য ছিলেন প্রস্তুত। কিন্তু বাধ সাধল ইনজুরি। দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে তাই অন্য কারও কাছে নিজের জায়গা ছেড়ে দেওয়াটাই শ্রেয় মনে করেছেন ২০২২ ব্যালন ডি অর জয়ী তারকা।
শনিবার মাঝরাতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানায় এই খারাপ খবর। আগের মৌসুম দাপিয়ে বেড়ালেও চলতি মৌসুমে চোট নাজেহাল করছিল বেনজেমাকে। শুরুতে পড়েছিলেন হাঁটুর চোটে। সেটা থেকে সেরে উঠলেও পায়ের পেশির টান বেশ ভোগাচ্ছিল তাকে। রিয়ালের শেষ চার ম্যাচেও সেকারণে খেলেননি এই ফরোয়ার্ড।
সামাজিক মাধ্যম টুইটার ও ইন্সটাগ্রামে রোববার বেনজেমা লিখেছেন, 'আমার জীবনে আমি কখনোই হাল ছাড়িনি কিন্তু আজ রাতে আমার দলের কথা ভাবতে হবে যেমনটা আমি সবসময়ই করি, তাই যৌক্তিক ভাবনা আমাকে বলছে আমার জায়গাটা এমন কাউকে ছেড়ে দিতে যে দারুণ একটি বিশ্বকাপ কাটাতে আমাদের দলকে সাহায্য করতে পারবে। আপনাদের সকল সমর্থন যোগানো বার্তার জন্য ধন্যবাদ।'
বিশ্বকাপে বেনজেমাকে মিস করবেন তারকা ও তার সতীর্থ ফুটবলাররা। রিয়াল সতীর্থ ব্রাজিলিয়ান রদ্রিগো সামাজিক মাধ্যমে লিখেছেন, 'সেরারা অবশ্যই সেরা (আসরে) প্রতিযোগিতা করবে। তোমাকে বিশ্বকাপে মনে পড়বে... ভালোমতো সেরে উঠো কেবিনাইন'
ফ্রান্স কোচ দিদিয়ার দেশমের সুযোগ রয়েছে স্কোয়াডে বেনজেমার বদলি অন্তর্ভুক্ত করার। এদিকে বিশ্বকাপ শেষ হওয়ার আগে সেরে উঠারও সম্ভাবনা রয়েছে এই ফরোয়ার্ডের। তবে দুই পক্ষের সম্মতিতেই আপাতত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বেনজেমার নাম।
Comments