কাতারে এক ডজন রেকর্ড ভাঙতে পারেন মেসি
কারো কারো মতে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আবার কেউবা তাকে মানেন সর্বকালের সেরা হিসেবে। এ নিয়ে বিতর্ক থাকছেই। তবে বিশ্বকাপটা হাতে তুলতে পারলেই হয়তো থেমে যাবে সব আলোচনা। তার শেষ সুযোগটা হয়তো থাকছে কাতারেই।
মেসি বিশ্বকাপ জিততে পারবেন কি-না তা সময়েই বলে দিবে। তবে বিশ্বকাপে অংশ নিলেই নতুন বেশ কিছু রেকর্ড গড়তে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক। গোল-অ্যাসিস্টেও অনেক অনেক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন এ কিংবদন্তি। কাতারে যে সকল রেকর্ড নিজের করে নিতে পারেন মেসি, তা এক নজর চোখ বুলিয়ে দেখা যাক...
১) বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত হলেই একটি রেকর্ড হবে মেসির। ইতালির জিয়ানলুইজি বুফন, মেক্সিকোর আন্তনিও কারবাহাল, জার্মানির লোথার ম্যাথিউজ ও মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজের সঙ্গে সমান ৫টি করে বিশ্বকাপে খেলার রেকর্ডে ভাগ বসাবেন আর্জেন্টাইন অধিনায়ক।
২) সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলায় মেসির পাশে তো রয়েছেন অনেকেই। তবে একদিক থেকে এ আর্জেন্টাইন পেছনে ফেলতে পারবেন সবাইকে। কারণ সবচেয়ে কম বয়সে পাঁচটি বিশ্বকাপ খেলবেন সাবেক বার্সা তারকা। পঞ্চম বিশ্বকাপ খেলাকালিন সময়ে বুফনের বয়স ছিল ৩৬ বছর, কারবাহাল ও ম্যাথিউজের ছিল ৩৭ বছর এবং মার্কুয়েজের ছিল ৩৯ বছর বয়স। যেখানে ৩৫ বছর বয়সেই এ রেকর্ডটি গড়বেন মেসি। বিশ্বকাপ যদি নির্ধারিত সময়ে অর্থাৎ জুন-জুলাইয়ে হতো, তাহলে বয়সটা আরও ছয় মাস কম থাকতো মেসির। সেক্ষেত্রে ৩৪ বছর বয়সেই রেকর্ডটা গড়তে পারতেন আর্জেন্টাইন অধিনায়ক।
৩) পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডটি নিজের করে নিবেন মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে মেসির সমান ৪টি করে বিশ্বকাপে অংশ নিয়েছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ও সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানো।
৪) আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের খুব কাছেই রয়েছেন মেসি। এখন পর্যন্ত মেসি বিশ্বকাপের মঞ্চে ম্যাচ খেলেছেন ১৯টি। আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। বিশ্বমঞ্চে ২১টি ম্যাচ খেলেছেন তিনি। অর্থাৎ গ্রুপ পর্বের তিনটি ম্যাচে মাঠে নামলেই এ রেকর্ডটা নিজের করে নিবেন মেসি।
৫) শুধু নিজ দেশেরই নয়, বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি গড়ার হাতছানিও রয়েছে মেসির। জার্মানির লোথার ম্যাথিউজ সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে। মেসি খেলেছেন ১৯টি। ফাইনাল খেলতে পারলেই রেকর্ডটা ভাঙতে পারবেন মেসি।
৭) অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটির সামনেও মেসি। কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা সর্বোচ্চ ১৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টিনাকে। মেসি বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন ১২টি ম্যাচে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারলেই এ রেকর্ডটি নিজের করে নিবেন আর্জেন্টাইন অধিনায়ক।
৮) সময়ের হিসেবে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডটিও মেসি গড়তে পারেন এ বিশ্বকাপে। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি সময় মাঠে থেকেছেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ২২১৭ মিনিট খেলেছেন তিনি। মেসি বিশ্বকাপে খেলেছেন ১৬২৪ মিনিট। ফাইনাল পর্যন্ত খেলতে পারলে এ রেকর্ড ভাঙা সম্ভব।
৯) বিশ্বকাপে এখন পর্যন্ত ৬টি গোল করেছেন মেসি। আরও চারটি গোল করতে পারলে নিজ দেশের সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে স্পর্শ করতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক। পাঁচটি হলে ভাঙবেন। বিশ্বকাপে বাতিগোল করেছেন ১০টি গোল।
১০) তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি গড়া বেশ কঠিনই মেসির জন্য। কারণ এখন কিছুটা নিচের দিকে খেলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল দিয়েছেন জার্মানির মিরাস্লাভ ক্লোসা। ২৪ ম্যাচ খেলে দিয়েছেন ১৬টি গোল।
১১) খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা জার্মানির মিরাস্লাভ ক্লোসার। ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপে মোট ২৩টি ম্যাচ খেলে জয় পেয়েছেন ১৭টি ম্যাচে। চারটি বিশ্বকাপে ১৯টি ম্যাচে অংশ নিয়ে মোট ১২টি জয় পেয়েছেন মেসি। রেকর্ড ভাঙতে আরও ৬টি জয় চাই মেসির।
১২) গোলের মতো বিশ্বকাপে সমান ৬টি অ্যাসিস্ট করেছেন মেসি। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ডটি পেলের। চারটি বিশ্বকাপে ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি। এ রেকর্ডটিও কাতার বিশ্বকাপে ভাঙতে পারেন মেসি।
Comments