ব্রাজিলিয়ান কোচের প্রশংসা পেল ইকুয়েডর
আয়োজকরা নিজেদের প্রথম ম্যাচ হারে না। এতো দিন এমনই ছিল বিশ্বকাপের পরিসংখ্যান। সে সব পরিসংখ্যানের ইতি টেনে দিয়েছে ইকুয়েডর। আয়োজক কাতারকে হারিয়ে ভেঙেছে রেকর্ড। বিশ্বকাপে করেছে শুভ সূচনা। তাতে স্বাভাবিকভাবেই দারুণ খুশি তারা। আর এমন জয়ে একই মহাদেশের দল ব্রাজিলের প্রধান কোচ তিতের উচ্ছ্বসিত প্রশংসা পেল দলটি।
রোববার আল-খোরের আল বাইত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইকুয়েডর। ম্যাচের প্রথম আধা ঘণ্টার মধ্যেই গোল দুটি আদায় করে নেয় তারা। দুটি গোলই করেন এনের ভ্যালেন্সিয়া। ব্যবধান বাড়ানোর আরও অনেক সুযোগই ছিল তাদের।
বাছাই পর্বে এই ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল। ব্যবধান একাধিক গোলে হলেও জয় পেতে বেশ ঘাম ছুটে যায় তাদের। ফিরতি লেগের ম্যাচে তো পাঁচ বারের চ্যাম্পিয়নদের রুখে দেয় দলটি। তাই ইকুয়েডরের এই দল সম্পর্কে ভালোই জানেন তিতে।
বিশ্বকাপের ইতিহাস বদলে দেওয়া এমন জয়ের পর তাদের প্রশংসায় ভাসাতে কোনো কৃপণতা করেননি এ ব্রাজিলিয়ান কোচ, 'আমরা সবাই ইকুয়েডরের কোয়ালিটি সম্পর্কে জানি। তারা দারুণ একটি ম্যাচ খেলেছে। ইকুয়েডর দুর্দান্ত একটি দল।'
এমন জয়ের দারুণ খুশি ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ গুস্তাভোও, 'আমি মনে করি আমরা খুব স্পষ্টভাবে এগিয়ে ছিলাম। দাপটের সঙ্গেই জিতেছি। আমি আশা করছি এটা খুব গুরুত্বপূর্ণ সূচনা, যেমনটা আমরা চেয়েছিলাম।'
'বিশ্বকাপে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জয়। ইতিহাস বদলে আয়োজক দলের বিপক্ষে জয়ে এমন সূচনা! মাঝেমধ্যে অনেক কিছু প্রতিকূলে থাকলেও পাওয়া যায়, যা বিশেষ কিছু জিনিসের উপর নির্ভর করে। এই দলটি যে কোনো ধারার বাইরে। এটি খুব বড় প্রতিশ্রুতি যা আমাদের এই জয় পেতে আত্মবিশ্বাসী করেছে', যোগ করেন এ আর্জেন্টাইন।
তবে এ জয়ের পরও সন্তুষ্ট থাকছেন না গুস্তাভো। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেই নকআউট পর্ব নিশ্চিত করতে চান তিনি, 'এটা যথেষ্ট নয়। এটা কেবল মাত্র শুরু। সামনের ম্যাচে আপনাকে লড়াই করতে হবে এবং (পরবর্তী রাউন্ড) নিশ্চিত করতে হবে।'
Comments