আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

আর্জেন্টিনা বনাম সৌদি আরব

সৌদি আরবের খেলা সম্পর্কে খুব একটা ধারণা নেই। তবে ওদের আগের রেকর্ড ভালো না। তাই আমার মনে হয় এ ম্যাচে আর্জেন্টিনা সহজেই জিতবে। এশিয়ান দলগুলোও এবার খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। তাছাড়া আর্জেন্টিনা ভালো ফর্মে আছে। মেসিও ফর্মে আছে। মেসি গোলও পাবে আশা করছি।

মেক্সিকো বনাম পোল্যান্ড

মেক্সিকো কিন্তু বেশ কঠিন দল। ওরা কিন্তু বরাবরই একটা ঝামেলা করে ফেলে। বড় একটা দলকে হারায় দেয়। পোল্যান্ডও ভালো, লেভানদোভস্কি আছে। লড়াই হবে জমজমাট। আমার ধারণা শেষ পর্যন্ত এই ম্যাচটা ড্র হতে পারে।

ডেনমার্ক বনাম তিউনিসিয়া

ডেনমার্ক ভালো দল। ওদের রেকর্ডও ভালো ইদানীং। ইউরোপের নেশন্স লিগে তো মনে হয় ফ্রান্সকে হারায় দিছে। দুইবারই। তিউনিসিয়া সম্পর্কে খুব বেশি না জানলেও ওদের বিশ্বকাপ রেকর্ড তেমন কিছু না। ম্যাচটা মনে হয় ডেনিশরাই জিতবে।

ফ্রান্স বনাম তিউনিসিয়া

ফ্রান্সের দুর্ভাগ্য শুরু থেকেই। কতোগুলো খেলোয়াড় ছিটকে গেল। (করিম) বেনজেমাও খেলতে পারতেছে না। এটা ধাক্কা তবে তারপরও কিন্তু ওরা বেশ শক্তিশালী। তারপর আবার গতবারের চ্যাম্পিয়ন। আশা করতেছি অস্ট্রেলিয়া ভালো লড়াই করবে। তবে শেষ পর্যন্ত ফ্রান্সই ম্যাচটা জিতে যেতে পারে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago