স্পেন বনাম কোস্টারিকা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

গত বিশ্বকাপটা ভালো যায়নি স্পেনের। দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক রাশিয়ার কাছে হেরে বিদায় নেয় দলটি। এবার ভালো কিছু করতে মুখিয়ে রয়েছে দলটি। শুরুতেই প্রতিপক্ষ কোস্টারিকা। গত আসরটা বাজে কাটলেও ২০১৪ বিশকাপে নজর কেড়েছিল তারা। স্প্যানিশদের চমকে দিয়ে দারুণ কিছু করতে প্রত্যয়ী দলটি।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

বুধবার, ২৩ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ১০টায়

কোথায়?

আল থুমামা স্টেডিয়াম, দোহা

নজরে থাকবেন যারা

ম্যাচের পার্থক্য গড়ে দিতে স্পেন দলে তারকা রয়েছে অনেকই। তবে এর মধ্যে বার্সেলোনার তরুণ পেদ্রির দিকে আলাদাভাবে নজর থাকবে সবার। গত মৌসুমে থেকেই উড়ন্ত ছন্দে আছেন। এছাড়া আলভারো মোরাতা ও পাবলো সারাবিয়াও কেড়ে দিতে পারেন ম্যাচের সব আলো।

কোস্টারিকার সাফল্যে অনেক দিন থেকেই সময়ের অন্যতম সেরা গোলরক্ষক কেইলর নাভাস নেতৃত্ব দিয়ে আসছেন। বিশ্বকাপেও তার দিকেই তাকিয়ে থাকবে দলটি।

সম্ভাব্য লাইন আপ

স্পেন: (৪-৩-৩): সিমন (গোলরক্ষক), কারভাহাল, পাউ তোরেস, লাপোর্তে, আলবা, পেদ্রি, বুসকেতস, গাভি, ফেরান তোরেস, মোরাতা, সারাবিয়া।

কোস্টারিকা: (৪-৩-৩) নাভাস (গোলরক্ষক), সি. মার্টিনেজ, ক্যালভো, ডুয়ার্তে, ওভিয়েডো তেজেদা, বেনেট, জি. টরেস, বোর্হেস, কনটেরাস, ক্যাম্পবেল।

প্রেডিকশন

২০১৪ সালে একই গ্রুপে থাকা তিন বিশ্বচ্যাম্পিয়নকে চমকে গ্রুপ হয়েছিল কোস্টারিকা। তবে সেই দলটির সঙ্গে বর্তমান দলের পার্থক্য অনেক। তারপরও ছেড়ে কথা বলবে না তারা। অন্যদিকে শক্তিশালী স্পেন চাইবে ম্যাচটা জিতেই শুরু করতে। দলটির সামর্থ্যও রয়েছে। যদিও সের্জিও রামোসসহ বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় বাদ দিয়ে দল গড়েছেন কোচ লুইস এনরিকে। তবুও ম্যাচে এগিয়ে থাকবে স্প্যানিশরাই।

সম্ভাব্য স্কোর:

স্পেন ৩-১ কোস্টারিকা

মূল পরিসংখ্যান:

১) ফিফা বিশ্বকাপে স্পেন ও কোস্টারিকার মধ্যে এটাই প্রথম মুখোমুখি লড়াই।

২) দুই দলের আগের তিন লড়াইয়ের সবগুলোই প্রীতি ম্যাচে। যার মধ্যে দুটি জিতেছে স্পেন, অপরটি ড্র।

৩) আগের তিন ম্যাচে গোল হয়েছে ১২টি, প্রতি ম্যাচে গড়ে চারটি।

৪) স্পেন তাদের এবার বিশ্বকাপ বাছাইপর্বের আটটি ম্যাচে মধ্যে ছয়টি জিতেছে, সুইডেনের কাছে ২-১ গোলে হেরেছে এবং গ্রিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

৫) কোস্টারিকা হলো তৃতীয় সফল কনকাকাফ দেশ এবং তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

৬) বিশ্বকাপে নিজেদের শেষ ছয় ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে কোস্টারিকা।

৭) ২০১০ সালে বিশ্বকাপ জিতে নেওয়ার পর এখন পর্যন্ত কোনো নকআউট পর্বে ম্যাচ জিতেনি স্পেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago