ফ্রান্স বনাম ডেনমার্ক: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

নেশন্স লিগে দুইবারই ফ্রান্সকে হারিয়ে উড়ছিল ডেনমার্ক। দারুণ ছন্দে থাকা দলটি আবার বিশ্বকাপে এসে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। ফিনিশিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বাজে সময় কাটাতে থাকা ফ্রান্স ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব মঞ্চে এসে।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

শনিবার, ২৬ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ১০টা

কোথায়?

৯৭৪ স্টেডিয়াম, দোহা

নজরে থাকবেন যারা

কিলিয়ান এমবাপে ছড়ি ঘুরাতে পারেন এই ম্যাচেও। এদিকে গত ম্যাচে জোড়া গোল পাওয়া অলিভিয়ের জিরুদের দিকে নজর থাকবে ভক্তদের। এছাড়া উসমানে দেম্বেলেও হতে পারেন তুরুপের তাস।

ডেনমার্ক ভালো করতে চাইলে এরিকসেনকেই পালন করতে হবে আক্রমণ গড়ার গুরুদায়িত্ব। সেই সঙ্গে ক্যাসপার ডলবার্গ, মিকেল ডামসগার্ডদের ফিনিশিং হতে হবে নিঁখুত।

সম্ভাব্য লাইন আপ

ফ্রান্স: (৪-২-৩-১): লরিস (গোলরক্ষক), পাভার্ড, উপমেকানো, ভারানে, হার্নান্দেজ, চুয়ামেনি, রাবিওট, দেম্বেলে, গ্রিজম্যান, এমবাপে, জিরুদ  

ডেনমার্ক: (৩-৪-৩) স্মাইকেল (গোলরক্ষক), ক্রিস্টেনসেন, অ্যান্ডারসেন, কেয়ার, হজবার্গ, এরিকসেন, মাহেল, ক্রিস্টেনসেন, ডামসগার্ড, ডলবার্গ, ওলসেন

প্রেডিকশন

কাগজে কলমে ও শক্তির বিচারে ডেনমার্ককে হারাতে ফ্রান্সের খুব একটা বেগ পাওয়ার কথা না। তবে অঘটনের বিশ্বকাপে ঘটতে পারে যেকোন কিছুই। শেষ মুহূর্তেও বদলে যেতে পারে খেলার চিত্র।

সম্ভাব্য স্কোর:

ফ্রান্স ২-০ ডেনমার্ক

অন্যান্য প্রেডিকশন

১) বিশ্বকাপে ফ্রান্স ও ডেনমার্কের মধ্যে এটা চতুর্থ মোকাবেলা, সবগুলোই প্রতিযোগিতার গ্রুপ পর্বে। ফ্রান্স আগের দুটি লড়াইয়ে (১৯৯৮ এবং ২০১৮) ডেনমার্কের মুখোমুখি হয়ে টুর্নামেন্ট জিতেছে।

২) ফ্রান্স তাদের শেষ পাঁচটি বিশ্বকাপ ম্যাচে জিতেছে। তবে কখনোই টানা ছয়টি ম্যাচ জিততে পারেনি। সবশেষ ২০১০ সালে টানা ছয়টি ম্যাচ জিতেছিল স্পেন।

৩) ডেনমার্কের শেষ চারটি বিশ্বকাপ ম্যাচের প্রতিটিতেই ড্র হয়েছে।

৪) সাম্প্রতিক সময়ে নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সকে দুইবার হারিয়েছে ডেনমার্ক, প্যারিসে ২-১ ব্যবধানে এবং কোপেনহেগেনে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা।

৫) বিস্বকাপে ডেনমার্কের সেরা পারফরম্যান্স ফ্রান্সের মাটিতে। ১৯৯৮ সালে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

৬) অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করে আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের সর্বোচ্চ থিয়েরি অরিঁকে স্পর্শ করেছেন অলিভার জিরুদ। দুইজনের গোল এখন ৫১টি।

৭) সবমিলিয়ে দলদুটি মোট ১৬ বার মুখোমুখি হয়েছে। তাতে ফ্রান্সের জয় আটটি এবং ডেনমার্কের ছয়টি। অপর দুটি ড্র।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago