ব্রাজিল বনাম সুইজারল্যান্ড: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিততে খুব একটা বেগ পেতে হয়নি তিতের শিষ্যদের। তবে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। তার অনুপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহারা দলের হাল ধরতে পারেন কিনা, সেটাই এখন দেখার। এদিকে ক্যামেরুনকে প্রথম ম্যাচে হারিয়ে উজ্জীবিত সুইসরাও। ড্র করলেও ভালোভাবে টিকে থাকবে তাদের আশা। 'অঘটনের বিশ্বকাপে' জয় তুলে নিতে পারলে তো অধিক নিশ্চিন্ত থাকবে মুরাত ইয়াকিনের শিষ্যরা।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

সোমবার, ২৮ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ১০টা

কোথায়?

৯৭৪ স্টেডিয়াম, দোহা

নজরে থাকবেন যারা

রিচার্লিসনের গোলের মধ্যে থাকা বাড়তি সুবিধা দেবে ব্রাজিলকে। তবে রাফিনহা, ভিনিসিয়ুসদের কাটাতে হবে নিজেদের ফিনিশিং দুর্বলতা। মাঝমাঠে ব্রুনো গুইমারেস, ফ্রেদদের করলে চলবে না কোন ভুল। ডিফেন্সে দুই অভিজ্ঞ সেনা মার্কুইনহোস ও থিয়াগো সিলভাকে যোগ্য সঙ্গ দিতে হবে অ্যালেক্স সান্দ্রো ও এদের মিলিতাওকে।

সুইসদের তিন বিভাগই আজ পড়তে পারে কঠিন পরীক্ষায়। রুবেন ভার্গাস, জিব্রিল সো, জেরদান শাকিরিদের সামনে বড় চ্যালেঞ্জ ব্রাজিলের রক্ষণ ভেদ। অন্যদিকে ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদিরা কতটা রুখতে পারবেন গতিময় সেলেসাও ফরোয়ার্ডদের, থাকছে সেই প্রশ্নও।

সম্ভাব্য লাইন আপ

ব্রাজিল: (৪-৩-৩): এডারসন (গোলরক্ষক), সান্দ্রো, সিলভা, মার্কুইনহোস, মিলিতাও, গুইমারেস, ক্যাসেমিরো, ফ্রেদ, ভিনিসিউস, রাফিনহা, রিচার্লিসন

সুইজারল্যান্ড: (৪-২-৩-১): সোমার (গোলরক্ষক), আকানজি, এলভেদি, রদ্রিগেজ, উইডমার, জাকা, ফ্রেউলার, শাকিরি, সো, ভার্গাস, এমবোলো

প্রেডিকশন

সাম্প্রতিক ফর্ম ও কাগজে কলমে এগিয়ে থাকবে ব্রাজিলই। তবে কাতার বিশ্বকাপে খাটছে না এসব বিচার, তাই সুইজারল্যান্ডও দেখাতে পারে চমক।     

সম্ভাব্য স্কোর:

ব্রাজিল ১-০ সুইজারল্যান্ড

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যকার আগের দুটি লড়াই ড্রতে শেষ হয়েছে (১৯৫০ সালে ২-২, ২০১৮ সালে ১-১)।

২) সব প্রতিযোগিতা মিলে দুই দলের মুখোমুখি নয়টি লড়াইয়ে ব্রাজিল জিতেছে তিন ম্যাচে। সুইজারল্যান্ড জয় পেয়েছে দুটিতে। অপর চারটি ড্র।

৩) ব্রাজিল বিশ্বকাপে তাদের শেষ ১৬টি গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত। যা বিশ্বকাপে গ্রুপে পড়বে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ড।

৪) বিশ্বকাপে কখনোই টানা দুইটি ম্যাচে জয় পায়নি সুইজারল্যান্ড।

৫) ব্রাজিলের হয়ে সব প্রতিযোগিতায় রিচার্লিসন তার শেষ সাতটি ম্যাচে নয়টি গোল করেছেন।

৬) সুইজারল্যান্ডের হয়ে শেষ চার ম্যাচের তিনটিতে গোল করেছেন ব্রিল এম্বোলো।  

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

2h ago