ব্রাজিলকে হারানোর পর যে আক্ষেপে পুড়ছেন ক্যামেরুন কোচ

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করেছে ক্যামেরুন। আফ্রিকার প্রথম দল হিসেবে ফুটবলের সর্বোচ্চ আসরে ব্রাজিলকে হারানোর কীর্তি গড়েছে তারা। তারপরও শেষরক্ষা হয়নি অদম্য সিংহদের। আগের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় তারা ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। সেকারণে গর্বের পাশাপাশি অনুতাপও হচ্ছে দলটির কোচ রিগোবার্ট সংয়ের।

শুক্রবার 'জি' গ্রুপের শেষ রাউন্ডে লুসাইল স্টেডিয়ামে শিরোপাপ্রত্যাশী ব্রাজিলকে ১-০ গোলে হারায় ক্যামেরুন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লড়াইয়ে পার্থক্য গড়ে দেন ভিনসেন্ট আবুবকর। কিন্তু অন্য ম্যাচের ফল পক্ষে না আসায় পুরো তৃপ্তি পায়নি ক্যামেরুন। সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে নকআউটে ব্রাজিলের সঙ্গী হয় সুইজারল্যান্ড। দুই দলেরই অর্জন তিন ম্যাচে সমান ৬ পয়েন্ট। ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হওয়া ক্যামেরুনকে নিতে হয় বিদায়।

আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে এর আগে সাত ম্যাচ খেলে সবকটিতে জিতেছিল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ধারায় ছেদ টেনেছে ক্যামেরুন। এত বড় অর্জনের পরিসংখ্যানটা অবশ্য আগে থেকে জানা ছিল না সংয়ের। জয়ের পর গণমাধ্যমের কাছে তিনি বলেন, 'আমি উপলব্ধি করতে পারিনি যে এটা এমন একটা ঐতিহাসিক জয় ছিল। আমরা আফ্রিকার বেশিরভাগ দলের চেয়ে বেশিবার বিশ্বকাপ খেলা দলগুলোর মধ্যে একটা। আর এবার আমরা ব্রাজিলকে হারিয়ে দিয়েছি।'

সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল ক্যামেরুন। পরের ম্যাচে পিছিয়ে পড়ে তারা ৩-৩ ব্যবধানে ড্র করেছিল সার্বিয়ার সঙ্গে। ওই ম্যাচ দুটিতে ভালো করতে না পারায় হতাশা ব্যক্ত করেন ক্যামেরুন কোচ, 'আমার খেলোয়াড়দের অভিনন্দন প্রাপ্য। তারা আজ (শুক্রবার) দেখিয়েছে যে তারা আগের দুই ম্যাচে ভালো করতে পারত। আমি মনে করি, আমাদের আক্ষেপের অনুভূতিও হচ্ছে। এখন আমরা উপলব্ধি করছি যে আমরা আরও ভালো করতে পারতাম। তবে আমাদের ইতিবাচক দিকটাও দেখা উচিত।'

ব্রাজিলের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি সং প্রত্যাশা করছেন উজ্জ্বল আগামীর, 'আজকের (শুক্রবার) পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। খুব বেশিদিন হয়নি আমি জাতীয় দলের দায়িত্ব নিয়েছি। আর আমি মনে করি, আমরা সামনে এগোচ্ছি ও উন্নতি করছি। তাই আমি এই দলকে নিয়ে গর্বিত।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago