শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

ছবি: এএফপি

প্রায় পাঁচশ ছোঁয়া লিড নিয়ে ইনিংস ঘোষণা করল অস্ট্রেলিয়া। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট সেঞ্চুরি হাঁকিয়ে আছেন অপরাজিত। এতে শেষ দিনে রোমাঞ্চের আভাস মিলছে দুই দলের প্রথম টেস্টে।

শনিবার পার্থে চতুর্থ দিন শেষে সম্ভাবনা টিকে রয়েছে দুই দলেরই। সম্ভাব্য তিনটি ফলের যেকোনোটি আসতে পারে। আগের দিনের ১ উইকেটে ২৯ রান নিয়ে খেলতে নামা অজিরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ২ উইকেটে ১৮২ রানে। তাতে ক্যারিবিয়ানদের সামনে দাঁড়ায় ৪৯৮ রানের লক্ষ্য। তারা দিন শেষ করেছে ৩ উইকেটে ১৯২ রান তুলে।

দ্বিতীয় ইনিংসেও ফর্ম ধরে রাখেন অজি ব্যাটার মারনাস লাবুশেন। সেঞ্চুরির স্বাদ নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৪ রানে। লক্ষ্য তাড়ায় নেমে ব্র্যাথওয়েটও হাঁকিয়েছেন সেঞ্চুরি। তিনি অপরাজিত আছেন ১০১ রানে।

আগের দিন উসমান খাওয়াজার উইকেট হারানো ক্যাঙ্গারুরা বড় জুটি পায় দ্বিতীয় উইকেটে। ডেভিড ওয়ার্নার-লাবুশেন মিলে যোগ করেন ৮১ রান। ৪৮ রান করা ওপেনার ওয়ার্নারকে ফেরান রোস্টন চেস। এরপর আর কোনো উইকেট তুলে নিতে পারেনি সফরকারীরা। লাবুশেন তিন অঙ্ক ছোঁয়ার পর ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

উদ্বোধনী জুটিতে আবারও বড় রান পায় ক্যারিবিয়ানরা। দলীয় ১১৬ রানে ৪৫ রান করে ফিরে যান তেজনারায়ন চন্দরপল। তবে ব্র্যাথওয়েট ছিলেন অবিচল। শামার ব্রুকস তাকে যোগ্য সঙ্গ দিতে না পারলেও চার নম্বরে নামা জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি।

ইনিংসের ৬০তম ওভারে অফ স্পিনার নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে শতরান স্পর্শ করেন ব্র্যাথওয়েট। একই ওভারে ব্ল্যাকউড ফিরে গেলে তৃতীয় উইকেট হারায় উইন্ডিজ। দিনের বাকি দুই ওভার কাইল মেয়ার্সকে নিয়ে নিরাপদে পার করেন ব্র্যাথওয়েট।

আগামীকাল শেষ দিনে জয়ের জন্য ৩০৬ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আর অস্ট্রেলিয়াকে তুলে নিতে হবে ৭ উইকেট।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

Pakistan's military said earlier that the prime minister had called on the authority to meet. The information minister did not respond immediately to a request for comment.

1h ago