ফর্ম ধরে রাখলেন জাকির, ব্যর্থ মুমিনুল-জয়-মিঠুন

ভারত 'এ' দলের বিপক্ষে আনঅফিসিয়াল দ্বিতীয় টেস্টেও প্রথম দিনেই গুটিয়ে গেল বাংলাদেশ 'এ' দল। জাতীয় দলে ডাক পাওয়ার পথে থাকা জাকির হাসান ফর্ম ধরে রাখলেও রানে ফিরতে ব্যর্থ হলেন মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুনরা। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না শাহাদাত হোসেন দিপু। ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গ দিলেন জাকের আলি। বল হাতে ভারতীয় আক্রমণের নেতৃত্ব দিলেন মুকেশ কুমার। ফলে তিনশর নিচেই থামতে হলো স্বাগতিকদের।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফিফটি তুলে নেন ছয়ে নামা শাহাদাত (৮০) ও সাতে নামা জাকের (৬২)। ওপেনার জাকির করেন ৪৬ রান। এই তিনজন ছাড়া রান পাননি আর কোনো টাইগার ব্যাটার। ৬ উইকেট শিকার করেন ডানহাতি মিডিয়াম পেসার মুকেশ কুমার।

ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১১ রান তুলে দিন শেষ করেছে ভারত 'এ' দল। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

সিলেট বিভাগের খেলোয়াড় জাকির প্রথম চার দিনের ম্যাচেও দেখিয়েছিলেন নিজের ব্যাটিং সামর্থ্য। দ্বিতীয় ইনিংসে তার ১৭৩ রানে ভর করেই হার এড়িয়েছিল বাংলাদেশ। আগামী ১৪ ডিসেম্বর ভারত জাতীয় দলের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। তামিম ইকবালের চোট ও দুই নিয়মিত টেস্ট ওপেনার সাদমান ইসলাম ও জয়ের ফর্মহীনতা জোরালো সম্ভাবনা তৈরি করেছে সাদা পোশাকে জাকিরের অভিষেকের।

ভারত 'এ' দল দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পেয়ে যায়। মাত্র ৪ রান করে উমেশ যাদবকে উইকেট দিয়ে ফেরেন সাদমান। তিন নম্বরে নামা জয়ও টিকতে পারেননি বেশিক্ষণ। ১২ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

একপ্রান্ত আগলে জাকির খেলে গেলেও তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল ও অধিনায়ক মিঠুন। ১৫ রান করে জয়ন্ত যাদবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাবেক টেস্ট অধিনায়ক। মিঠুনের ব্যাট থেকে আসে মাত্র  ৪ রান। ২৮তম ওভারে ফিরে যান জাকিরও। মুকেশের বলে আউট হওয়ার আগে খেলেন ৬৭ বলে ৪৬ রানের ইনিংস।

মাত্র ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হাল এরপর ধরেন শাহাদাত ও জাকের। তাদের ১৩৯ রানের জুটিতে দুইশ পার করে স্বাগতিকরা। ৮০ রান করে উমেশের দ্বিতীয় শিকারে পরিণত হন শাহাদাত। সঙ্গীর বিদায়ের পর জাকেরও ফিরে যান দ্রুত। দলীয় ২৩১ রানে সপ্তম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

লোয়ার অর্ডারে আশিকুর জামান (২১) ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। ফলে ২৫২ রানেই থামে বাংলাদেশের ইনিংস। এরপর ব্যাট করতে নেমে কোনো বিপদ ঘটতে দেননি দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ও অভিমন্যু ঈশ্বরন। দুই ওভার হাত ঘুরিয়ে উইকেটশূন্য থাকেন সুমন খান ও মুশফিক হাসান।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

Pakistan's military said earlier that the prime minister had called on the authority to meet. The information minister did not respond immediately to a request for comment.

1h ago