লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর বিওপি ক্যাম্প কমান্ডার লিয়াকত হোসেন বাবুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহাদাত উপজেলার আউলিয়ারহাট এলাকার ইদ্রিস আলীর ছেলে। ভোর ৫টার দিকে জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহাদাত গরু চোরাকারবারিতে জড়িত। গরু আনতে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

ইদ্রিস আলীর দাবি, স্থানীয় কয়েকজন গরু পাচারকারী গত রাতে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল।

বাবুল জানান, গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। তার সাথীরা পালিয়ে বাংলাদেশে চলে আসে। আজ সকালে বিএসএফের সহযোগিতায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ তার মরদহ উদ্ধার করে। গুলি করে বাংলাদেশি যুবককে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

16m ago