টি-টোয়েন্টিতে ১৫ রানে গুটিয়ে তুরস্কের রেকর্ড ভাঙল সিডনি

ছবি: টুইটার

'সত্যি বলছি, মাত্রই কী যে ঘটল তা আমি বিশ্বাসই করতে পারছি না,' ম্যাচশেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমনটাই বললেন হেনরি থর্নটন।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার একাই নিলেন ৫ উইকেট। ৪ শিকার ধরে তাকে যোগ্য সঙ্গ দিলেন আরেক ফাস্ট বলার ওয়েস অ্যাগার। তাদের তোপে দিশেহারা হয়ে মাত্র ১৫ রানে গুটিয়ে গেল সিডনি থান্ডার। ঘরোয়া ও আন্তর্জাতিক- সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে যা এই সংস্করণের ক্রিকেটের ইতিহাসে কোনো দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বিব্রতকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সিডনি। অ্যাডিলেডের ৯ উইকেটে ১৩৯ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১৫ রানে! ফলে সাদামাটা স্কোরের পরও ১২৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে অ্যাডিলেড।

পাওয়ার প্লে শেষ হওয়া পর্যন্তও টিকতে পারেনি সিডনি। তাদের ইনিংস থেমেছে কেবল ৫.৫ ওভারে। অথচ দলটির একাদশে ছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও দক্ষিণ আফ্রিকার রাইলে রুশোর মতো ব্যাটার। তারাসহ কেউই পারেননি দুই অঙ্কে পৌঁছাতে।

সিডনির পাঁচ ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ ৪ রানে আসে দশে নামা ব্রেন্ডন ডগেটের ব্যাট থেকে। সবচেয়ে বেশি ৬ বল মোকাবিলা করেন ক্রিস গ্রিন। কিন্তু তিনি আউট হন শূন্য রানে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে আগের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল তুরস্কের। সেটা ছিল আবার আন্তর্জাতিক ম্যাচ। ২০১৯ সালের অগাস্টে কন্টিনেন্টাল কাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তুরস্ক গুটিয়ে গিয়েছিল মাত্র ২১ রানে। তারা খেলেছিল ৮.৩ ওভার। সবচেয়ে কম ওভারে অলআউট হওয়ার এই দুঃসহ রেকর্ড থেকেও তাদের মুক্তি দিয়েছে সিডনি।

ঘরোয়া টি-টোয়েন্টিতে এর আগে সবচেয়ে কম রানে অলআউট হয়েছিল ত্রিপুরা। ২০০৯ সালের অক্টোবরে ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তারা করতে পেরেছিল কেবল ৩০ রান। ৩.২ ওভারেই সেই রান পেরিয়ে ১০ উইকেটে জিতেছিল ঝাড়খণ্ড।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

2h ago