চারুকলার বকুলতলায় মাহবুবুল হক শাকিলের ৫৪তম জন্মোৎসব

মাহবুবুল হক শাকিলের ৫৪তম জন্মোৎসব অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের ৫৪তম জন্মোৎসব পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে 'মাহবুবুল হক শাকিল সংসদ' এ অনুষ্ঠানের আয়োজন করে।

কবির কবিতা থেকে আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতায় সাজানো হয় বর্ণাঢ্য এ জন্মোৎসব।

আয়োজনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, প্রগতিশীল রাজনীতির কথামালা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন মাহবুবুল হক শাকিল। রাজনীতির সঙ্গে সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করেছিলেন তিনি। তার মতো ক্ষণজন্মা পুরুষ খুব কমই আসে। তিনি রাজনীতি ও সাহিত্যে সমান গতিতে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। সবাইকে আপন করার যে অপার ক্ষমতা তার মধ্যে ছিল, সেটা খুব কম মানুষের থাকে।

ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে পরিচয় মাহবুবুল হক শাকিলের। একই সঙ্গে কবিতাও তিনি ছোটবেলা থেকেই লিখতেন। কিন্তু সেসব লালন করতেন গোপনে। রাজনীতির কবিতাই তাকে টেনেছে আশৈশব। আওয়ামী লীগ পরিবারের সন্তান হলেও স্কুল জীবন তাকে টেনেছিল প্রগতিশীল ছাত্র আন্দোলনে।

মাহবুবুল হক শাকিলের তিনটি প্রকাশিত কাব্যগ্রন্থ হলো, 'খেরোখাতার পাতা থেকে', 'মন খারাপের গাড়ি' ও 'জলে খুঁজি ধাতব মুদ্রা'।

মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে সক্রিয় ছিলেন মাহবুবুল হক শাকিল। লেখনীর মাধ্যমে তিনি এ দেশের তরুণ পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন।

২০১৬ সালের ৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

2h ago