বিশ্বকাপ মাতানো ডাচ তারকাকে দলে নিল লিভারপুল

Cody Gakpo

গত বিশ্বকাপের আগে খুব একটা পরিচিত নাম ছিলেন না কডি গাকপো। বিশ্বকাপে আলো ছড়িয়ে বেশ কিছু ক্লাবের নজরে আসেন নেদারল্যান্ডসের এই তারকা। তাকে নিতে একাধিক প্রিমিয়ার লিগের ক্লাব চেষ্টা চালাচ্ছে বলে গুঞ্জন ছিল। অবশেষে গুঞ্জন সত্যি করে লিভারপুলের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে  এতদিন পিএসভি আইন্দহোভেনে খেলা তারকার।

ডাচ ক্লাব পিএসভিই গণমাধ্যমে দিয়েছে এই খবর। এই টুইটে তারা জানায়, ২৩ বছর বয়েসী ফরোয়ার্ড শিগগিরই যাচ্ছেন ইংল্যান্ডে, ' কোডি গাকপোর ক্লাব বদলের বিষয়ে লিভারপুল ও পিএসভি একটি সমঝোতা চুক্তি করেছে। চুক্তির আনুষ্ঠানিকতা ছাড়তে খুব সহসাই ইংল্যান্ডে চলে যাবেন ২৩ বছর বয়েসী তারকা।' 

দীর্ঘ মেয়াদের চুক্তিতে গাকপোকে পেতে ৩৭ মিলিয়ন পাউন্ড খরচ করবে লিভারপুল। আনুষাঙ্গিক আরও খরচ মিলিয়ে সেটা দাঁড়াবে ৫০ মিলিয়নে।

এবার কাতার বিশ্বকাপে শুরু থেকেই আলো ছড়ান গাকপো। নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনালে উঠার তিন গোল করে রাখেন ভূমিকা। তাকে পেতে তাই চেষ্টা চালায় ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও। শেষ পর্যন্ত এই তারকাকে নিয়ে নিল লিভারপুল। ক্লাবে তিনি পাবেন জাতীয় দলে তার অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইককে।

এদিকে বিশ্বকাপ বিরতির পর নেমে দারুণ ছন্দ দেখিয়েছে  লিভারপুল। সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তারা অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে।

Comments