বিপিএলে এবার প্রাইজমানি বাড়ল দ্বিগুণ

Ismail Haider Mallick

আর পাঁচদিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)'র নবম আসর। এবারও সাতদল নিয়ে হতে যাওয়া আসরে  দ্বিগুণ পরিমাণ বাড়ছে প্রাইজমানি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের প্রাইজমানি বাড়ছে পাঁচগুণ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন এই খবর।

শনিবার সন্ধ্যার পর বিসিবি কার্যলয়ে তিনি জানান, 'এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।'

গত আসরে চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকার প্রাইজমানি। রানার্সআপ ফরচুন বরিশাল পেয়েছিল ৫০ লাখ টাকা। একদম দ্বিগুণ হয়ে যাচ্ছে এই প্রাইজমানি।

ব্যক্তিগত প্রাইজমানির হারও বাড়ছে অনেক। গতবার টুর্নামেন্ট সেরা হয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছিলেন সাকিব আল হাসান। সেটা এবার হয়ে যাচ্ছে ১০ লাখ,  'ম্যান অব দা সিরিজকে (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া... এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি।'

৬ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্টাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল। প্রাইজমানি বাড়লেও এবারও ডিশিসন রিভিউ সিষ্টেম (ডিআরএস) ব্যবস্থা করতে পারেনি বিসিবি।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

1h ago