বিএনপি নেতাদের জামিন নিয়ে সরকার হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাকর্মীদের জামিন নিয়ে সরকার আদালতে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার ঢাকার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) নিম্ন আদালতের বিচারকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, 'কোনো আসামিকে জামিন দেওয়া বা না দেওয়া আদালতের বিষয়। আইন মন্ত্রণালয় কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ও আদালতের কাজে হস্তক্ষেপ করে না। এমন উদাহরণ আছে যে নিম্ন আদালত একজন আসামির জামিন আবেদন নাকচ করেছেন, কিন্তু হাইকোর্ট জামিন দিয়েছেন। অন্যদিকে নিম্ন আদালত জামিন দিলেও হাইকোর্ট জামিন স্থগিত করেছেন। এটা নতুন কিছু নয়।'

যারা জামিন নিয়ে প্রশ্ন তুলছেন, তারা বিএনপি ও জাতীয় পার্টির কার্যকলাপ দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক বিধান সংশোধন বা পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই।'

রাষ্ট্রপতি আবদুল হামিদ যেহেতু টানা ২ মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তাই সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি আবারও রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, 'রাষ্ট্রপতি পদে নির্বাচন সংবিধানের নিয়ম অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।'

২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল তিনি প্রথমবারের মতো দায়িত্ব নেন।

সংবিধানের ১২৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি নির্বাচন পদের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago