সূর্যকুমারের বিস্ফোরক সেঞ্চুরিতে সিরিজ ভারতের

Suryakumar Yadav

গত বছরের শেষটায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। নতুন বছরের শুরুতেও তাকে পাওয়া গেল একই মেজাজে। এবার ঠিক ৫১ বলে করলেন অপরাজিত ১১২ রান। তার সেরা দিনে ভারত চড়ল রানের পাহাড়ে। শ্রীলঙ্কার পক্ষে যার জবাব দেওয়া সম্ভব হয়নি।

শনিবার রাজকোটে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আগে ব্যাটিং বেছে সূর্যের তাপে ২২৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাব দিতে গিয়ে ২০ বল আগে ১৩৭ রানে গুটিয়ে গেছে দাসুন শানাকার দল। ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার ভারত। 

বিশাল লক্ষ্য তাড়ায় পাথুম নিশানকা আর কুশল মেন্ডিস জুতসই শুরু এনেছিলেন। কিন্তু পাওয়ার প্লের মধ্যে বিদায় নেন দুজনই। পাওয়ার প্লে পার করে থামেন আবিস্কা ফার্নেন্দোও। ধনঞ্জয়া ডি সিলভা, চারিথা আসালাঙ্কা, শানাকা প্রত্যেকে ভালো শুরু পেলেও সেটা টেনে নিতে পারেননি। শ্রীলঙ্কাও পারেনি লড়াই জমাতে।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দিলশান মধুশঙ্কার বলে ইশান কিশানের উইকেট হারিয়েছিল ভারত। এরপর তিনে নেমে উত্তাল শুরু করেন রাহুল ত্রিপাঠি। শুভমান গিল কিছুটা ধীরলয়ে খেললেও পাওয়ার প্লে পুষিয়ে যা। মাত্র ১৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৩৫ করে থামেন ত্রিপাঠি। 

চারে নেমে এরপর খেলার পরিস্থিতি পুরো বদলে দিতে থাকেন সূর্য। দারুণ বাহারি শটে লঙ্কানদের করে দেন এলোমেলো। ৪৫ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সূর্যকুমারের তৃতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি পরও চলতে থাকে তার তাণ্ডব। আকসার প্যাটেল নেমেও মাত্র ৯ বলে ২১ করলে রানের পাহাড় গড়ে ফেলে ভারত। যা টপকে ম্যাচ জেতা প্রায় অসম্ভব হয়ে পড়ে লঙ্কানদের। 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

37m ago