আর্জেন্টিনার বাংলাদেশে আসার ব্যাপারে 'যথাসময়ে' জানাবে বাফুফে

ছবি: এএফপি

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আসার ব্যাপারে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু এদিন সকালে আচমকা সেটা স্থগিত করা হয়। পরে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে এই বিষয়ে অবহিত করা হবে।

গতকাল মঙ্গলবার রাতে বাফুফে কর্মকর্তারা জানিয়েছিলেন, আগামী জুন মাসে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই নিয়ে দেশের ফুটবল অঙ্গনে উত্তেজনা ও কৌতূহলের শেষ নেই। কিন্তু অনিবার্য কারণের কথা উল্লেখ করে বহুল আকাঙ্ক্ষিত সংবাদ সম্মেলনটি স্থগিতের কথা বুধবার সকালে গণমাধ্যমকে বিবৃতি দিয়ে জানান বাফুফে মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী।

বিকালে বাফুফে হোয়্যাটসঅ্যাপ গ্রুপে পাঠানো আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে নওমী জানান, 'আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশে আগমন উপলক্ষে সংশ্লিষ্ট সকলের প্রবল আগ্রহের পরিপ্রেক্ষিতে এবং অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবারের বাফুফের সংবাদ সম্মেলন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে বর্ণিত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায় উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।'

bff

গতকাল মঙ্গলবার রাতে বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, 'জুন মাসের উইন্ডোতে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে আর্জেন্টিনা। তারা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন, তাই তাদের অনেক শর্ত আছে। আমরা কাল (বুধবার) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে দেব।'

বাফুফে উইমেন্স উইংয়ের প্রধান ও ফিফা এক্সিকিউটিভ মেম্বার মাহফুজা আক্তার কিরণও জানিয়েছিলেন একই কথা, 'সব ঠিক থাকলে আর্জেন্টিনা আসবে জুন মাসে। প্রতিপক্ষ ঠিক হয়নি। মরক্কো, জাপান এসব দল চেষ্টা করা হচ্ছে।'

বাফুফে সংবাদ সম্মেলনটি স্থগিত করায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে নিয়ে আসার বাস্তব অগ্রগতি কতখানি তা নিয়ে অস্পষ্টতা বিরাজ করছে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

3h ago