আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ

আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। এ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে দলটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের এবারই প্রথম পূর্ণাঙ্গ সফর করছে আয়ারল্যান্ড। এর আগে ২০০৮ সালে বাংলাদেশে সফর করেছিল তারা। ঢাকায় স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল আইরিশরা। তবে এবারই প্রথমবারের মতো ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে মোকাবেলা করবে দল দুটি।

আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে আইরিশরা। এবারের সফরে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড। এর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। তবে এ ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ সিরিজ শুরু হবে ১৮ মার্চ থেকে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে দুই চলে যাবে চট্টগ্রামে।

২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ৪ এপ্রিল শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Comments

The Daily Star  | English

Mahfuj Alam apologises for past 'divisive' statements

"The patriotic people who stood united during the July uprising now face a long test"

56m ago