আজকে উড়াল থেকে আমরা পাতালে নামলাম: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

মেট্রোরেলের আকর্ষণ দুর্দমনীয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'আজকের এ শুভ দিন উড়াল থেকে আমরা পাতালে নামলাম। এমআরটি লাইন-১, যেটা ২০৩১ এর মধ্যে ২১ কিলোমিটার পাতাল রেল এবং ১০ কিলোমিটার এলিভেটেড; দুটি রুটের উদ্বোধন আজ।'

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ এর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'এই জনপদে দুজন মানুষ কোনোদিন অস্তিত্ব হারাবেন না। একজন—বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি আজ মরণ সাগরের ওপারে। যতদিন এই দেশে, এই জনপদে নদীর কলতান থাকবে ততদিন রাজনৈতিক স্বাধীনতা যিনি দিয়ে গেছেন, তিনি নেই কিন্তু তার উত্তরাধিকার বেঁচে থাকবে। পাশাপাশি অর্থনৈতিক মুক্তির যে উত্তরাধিকার; শেখ হাসিনা বেঁচে আছেন কিন্তু চিরদিন বেঁচে থাকবে না। যতদিন সবুজ-শ্যামল বাংলার এ জনপদ থাকবে ততদিন অর্থনৈতিক মুক্তির যে উত্তরাধিকার এর মৃত্যু নেই।'

তিনি বলেন, 'আজকের এ শুভ দিন উড়াল থেকে আমরা পাতালে নামলাম। এমআরটি লাইন-১, যেটা ২০৩১ এর মধ্যে ২১ কিলোমিটার পাতাল রেল এবং ১০ কিলোমিটার এলিভেটেড। দুটি রুটের উদ্বোধন আজ। মেট্রোরেলের আকর্ষণ দুর্দমনীয়। মেট্রোরেল এখন উত্তরা থার্ডফেজ থেকে আগারগাঁও পর্যন্ত এসেছে। সারা বাংলাদেশ আজকে মেতে উঠেছে। সুদূর গ্রামের লুঙ্গি পরা কিশোর, শহরের দুরন্ত তরুণ প্রতিদিন ছুটে যাচ্ছে। মেট্রোরেলের লাইনে দাঁড়িয়ে আছে মধ্য রাত থেকে সারা রাত, তারপর অপেক্ষা কখন মেট্রোরেলে একবার উঠতে পারবে। সে কী আকর্ষণ, চোখে না দেখলে বিশ্বাস হবে না।'

'আগারগাঁও থেকে এই বছরই আমরা মতিঝিল পর্যন্ত গিয়ে পৌঁছব। তারপর প্রধানমন্ত্রীর অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬...তবে এই বছর মতিঝিল পর্যন্ত যেটা আগারগাঁওতে আছে সেটা আমরা মতিঝিলে নিয়ে আসবো,' বলেন সেতুমন্ত্রী।

Comments

The Daily Star  | English
problems in filing complaints in police stations

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

1h ago