৮৪ ম্যাচ কম খেলেই রোনালদোকে ছাপিয়ে মেসির নতুন কীর্তি

ছবি: এএফপি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সমৃদ্ধ সাফল্যের ঝুলিতে যোগ হলো নতুন অর্জন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবলারদের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক বনে গেলেন তিনি। পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে তিনি টপকে গেলেন ৮৪ ম্যাচ কম খেলেই।

গতকাল বুধবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পিএসজি। প্রতিপক্ষের ডেরায় আসরের শিরোপাধারীদের জয়ে দ্বিতীয় গোলটি আসে অভিজ্ঞ ফরোয়ার্ড মেসির পা থেকে। এটি ছিল ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৬৯৭তম গোল। ফলে পেছনে পড়ে গেছেন ৬৯৬ গোল করা রোনালদো।

চলমান ২০২২-২৩ মৌসুমে প্যারিসিয়ানদের জার্সিতে সব মিলিয়ে ১৪ গোল করেছেন মেসি। গত মাসে কাতার বিশ্বকাপের শিরোপা জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া ফুটবলার নয় গোল করেছেন লিগে। এছাড়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চারবার ও ফরাসি সুপার কাপে একবার লক্ষ্যভেদ করেছেন তিনি।

৩৮ ছুঁইছুঁই রোনালদো ৪৫০ গোল করেছেন স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের জার্সিতে। এছাড়া, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির জুভেন্তাসের হয়ে যথাক্রমে ১৪৫ ও ১০১ গোল রয়েছে তার। ৩৫ বছর বয়সী মেসি রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার হয়ে করেছেন ৬৭২ গোল। পিএসজির পক্ষে এখন পর্যন্ত তিনি জাল খুঁজে নিয়েছেন ২৫ বার।

সময়ের সেরা ফুটবলারের প্রশ্নে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদো গত মাসেই ছাড়েন ইউরোপ। তিনি পাড়ি জমিয়েছেন সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল-নাসরে। ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবলারদের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে এই মুহূর্তে থাকা সম্ভব নয় তার।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago