প্রবীণ অভিনেতা আব্দুল আজিজ হাসপাতালে

আব্দুল আজিজ। ছবি: সংগৃহীত

শতাধিক চলচ্চিত্র, ৬০০ টিভি নাটক এবং অসংখ্য বেতার নাটকের অভিনেতা আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল শনিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দ্য ডেইলি স্টারকে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান নাসিম বলেন, 'আব্দুল আজিজ ভাইকে বারডেমের একটি কেবিনে রাখা হয়েছে। তার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ এনজিওগ্রাম করার কথা রয়েছে।'

তিনি আরও বলেন, 'আজিজ ভাই কথা বলতে পারছেন। সবাই তার জন্য দোয়া করবেন।'

আব্দুল আজিজ অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতাও। বিটিভিতে প্রচারিত 'হিরামন' ও 'জুঁই জোনাকি' ধারাবাহিক ২টিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

১৯৬৭ সালে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম অভিনীত সিনেমার নাম 'অপরিচিত'। তিনি ১৯৭৫ সাল থেকে সিনেমায় নিয়মিত অভিনয় শুরু করেন। প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের পরিচালনায় অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আব্দুল আজিজ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হচ্ছে 'সোনা বউ', 'আরশীনগর', 'হাজার বছর ধরে', 'রূপনগর', 'মাটির কসম', 'দীপু নম্বর টু', 'রাবেয়া' ইত্যাদি।

সবশেষ তিনি অভিনয় করেন 'রিকশা গার্ল' সিনেমায়।

বাংলাদেশ বেতারে তিনি ১ হাজারের মতো নাটকে অভিনয় করেছেন। একসময় মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করতেন আব্দুল আজিজ।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago