অপেক্ষায় সোহানা সাবা
সোহানা সাবা নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। 'অদিতি' নামের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রাকেশ বসু। ওয়েব ফিল্মটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
'অদিতি' ওয়েব ফিল্ম সম্পর্কে সোহানা সাবা দ্য ডেইলি স্টারকে আজ সোমবার দুপুরে বলেন, 'অনেক দিন পর দুর্দান্ত একটি গল্প নিয়ে ওয়েব ফিল্ম করলাম। গল্প ও চরিত্র— দুটোই পছন্দ হয়েছে। মুক্তির অপেক্ষায় আছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।'
'অদিতির শুটিং করেছি মানিকগঞ্জ ও ঢাকায়। একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে অদিতির কাহিনি। এই গল্প সবাইকে ছুঁয়ে যাবে', বলেন তিনি।
সোহানা সাবা অভিনীত ২টি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে। একটি সিনেমার নাম 'মানিকের লাল কাঁকড়া'। এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। আরেকটি সিনেমার নাম 'অসম্ভব'। এটি পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস।
সিনেমা নিয়ে সোহানা সাবা বলেন, '২টি সিনেমা এ বছরই মুক্তি পাবে। অপেক্ষায় আছি। আমার বিশ্বাস ওয়েব ফিল্ম ও ২টি সিনেমা মিলে ভালো কিছুই হবে।'
Comments