অভিনেতা মোশাররফ করিমের কণ্ঠে সিনেমার গান
দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম সিনেমায় প্লেব্যাক করেছেন। ফজলুল কবির তুহিন পরিচালিত 'বিলডাকিনি' সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
মগবাজারের মিউজিক ম্যান স্টুডিওতে ২ দিন আগে মোশাররফ করিম কণ্ঠ দিয়েছেন গানটিতে। মোশাররফ করিমের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।
সংগীত পরিচালক আশরাফ বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন অসামান্য অভিনেতার পাশাপাশি চমৎকার গান করেন তিনি। খুব সহজেই গানটি গেয়েছেন।'
সিনেমাটির পরিচালক ফজলুল কবির তুহিন বলেন, 'সিনেমার মধ্যে জেলখানায় একটা গান দরকার ছিল। তখন মনে হলো, এই গানটি যায়। মোশাররফকে বললাম, এই গানটি গাওয়া যায় কি না? তিনি বললেন, অবশ্যই গাইব। অবশেষে গানটা রেকর্ড হয়েছে।'
মোশাররফ করিম ও ভারতের পার্ণো মিত্র ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, লুৎফর রহমান জর্জসহ অনেকেই।
Comments