আর্সেনালের বিপক্ষে খেলবেন তো হালান্ড?

টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে হারের পর আগের দিন অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। স্বস্তির জয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়েছে তারা। কিন্তু তারপরও দুশ্চিন্তার শেষ নেই তাদের। কারণ দলের অন্যতম ভরসা আর্লিং হালান্ড অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন। আর্সেনালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া নিয়ে রয়েছে বড় শঙ্কা।

রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলের ব্যবধানে হারায় ম্যানচেস্টার সিটি। তিন গোলই তারা দেয় প্রথমার্ধে। এ অর্ধ শেষ দিকে প্রতিপক্ষ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে আঘাত পান হালান্ড। ফলে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। আর সিটিও আর গোল পায়নি ম্যাচে।

এদিকে সিটিজেনদের পরের ম্যাচই আর্সেনালের বিপক্ষে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গানাররা। এক ম্যাচ কম খেলেই সিটির সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্টের। তাদের বিপক্ষে ম্যাচে জিততে পারলে ব্যবধান ঘোচাতে পারবে সিটি। অন্যদিকে হারলে শিরোপা অক্ষুণ্ণ রাখার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়বে তারা।

এমন ম্যাচে হালান্ড চাইছেন কোচ পেপ গার্দিওলা, 'আমি জানি না, ওর একটা বড় ধাক্কা ছিল এবং ও অস্বস্তি অনুভব করছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি এবং আমরা পরের দিন মূল্যায়ন করব ও কীভাবে করতে পারে। যদি সে প্রস্তুত না হয়, আমরা আরেকজনকে খেলাব। আশা করি ও অন্য সবার মতো (আর্সেনাল ম্যাচের জন্য) প্রস্তুত তবে আমরা দেখব।'

আর্সেনালের বিপক্ষে হালান্ডকে চাইছেন তার সতীর্থ ইকাই গুন্ডোগানও, 'আমরা জানি যে আর্লিং এখন পর্যন্ত অনেক গোল করেছে, আজও প্রথমার্ধে সে আমাদের প্রয়োজনীয় সহায়তা করেছে। সে এমন জায়গায় গিয়েছিল যেখানে সে পেছন থেকে আসা অন্যান্য খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করতে পারে এবং সে ভালো খেলেছে। আশা করি সে খুব বেশি আহত নয় কারণ আমাদের তাকে প্রয়োজন।'

ধারণা করা হচ্ছে হালান্ডের ইনজুরি খুব গুরুতর কিছু নয়। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একটি বার্তাও পোস্ট করেছেন এ তারকা, 'কী একটি দলের পারফরম্যান্স! সমর্থকরা অবিশ্বাস্য ছিল, আমাদের ১২তম সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। এরপর ব্লু হার্ট ইমোজি দিয়ে হ্যাশট্যাগে ক্লাবের নাম লিখেন তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago